শিরোনাম
◈ ভূমিকম্পের আভাস: ঢাকায় তাৎক্ষণিক ২ লাখ মানুষের প্রাণহানির শঙ্কা ◈ মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সর্বশেষ অবস্থা জানাল আইএসপিআর ◈ ৪৮টি থানা এলাকায় পুলিশের সহায়ক হিসেবে কাজ করবে অক্সিলারি ফোর্স ◈ আ. লীগের নেতা-কর্মীরা নিষিদ্ধ হলে কোথায় যাবে? ◈ বুয়েটে চান্সপ্রাপ্ত মেধাবী ছাত্র শান্ত বিশ্বাসের পাশে তারেক রহমান ◈ আমরা ৫ আগষ্টের পর নতুন একটি শব্দ শুনতে পাচ্ছি মব কালচার : ইশরাক  ◈ কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল ◈ হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ নিজ বাসায় খুন ◈ সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে ◈ রাজধানীসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৪, ১১:৪৫ দুপুর
আপডেট : ০৭ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াদ ডার্বিতে আল নাসর ও আল হিলালের হাইভোল্টেজ ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক: আল নাসর ও আল হিলালের কেউই রিয়াদ ডার্বিতে জয় পায়নি। ১-১ গোলে ড্র হয়েছে হাইভোল্টেজ ম্যাচটি। শুক্রবার (১ নভেম্বর) রাতে ঘরের মাঠ আল আউয়াল পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হয়। 

ঘরের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই আল নাসরকে লিড এনে দেন অ্যান্ডারসন তালিস্কা। ওতাভিওর দেয়া ক্রস বক্স থেকে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন এ ব্রাজিলিয়ান। তবে ম্যাচের ৩৮তম মিনিটে ম্যাচে সমতা ফেরান আল হিলালের আলেক্সান্ডার মিত্রোভিচ। ডান দিক থেকে করা কর্নার থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।  ম্যাচের ৪২তম মিনিটে স্বাগতিকদের লিড দ্বিগুণ করেন তালিস্কা। মাঝমাঠ থেকে ওতাভিওর দেয়া থ্রু পাস ধরে লক্ষ্যভেদ করেন তিনি। তবে অফসাইডের কারণে এই গোলটিও বাতিল হয়ে যায়। - চ্যানেল২৪ 

এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় আল নাসর। বিরতি থেকে ফিরে আরও একবার বল জালে পাঠায় স্বাগতিকরা। ব্রোজোভিচের শট আল-হিলাল গোলরক্ষক ইয়াসিন বোনো ঠেকিয়ে দিলে ফাঁকায় দাঁড়ানো তালিস্কা বল পান। সেখান থেকে বল জালে জড়ান তিনি। কিন্তু ততক্ষণে অফসাইডের বাঁশি বাজান রেফারি।  উল্টো ম্যাচের ৭৭তম মিনিটে আল হিলালকে সমতায় ফেরান মিলিঙ্কোভিচ সাভিচ।আল দাওয়াসারির ব্যাকহিল পাস থেকে বল পান লোদি। তার দেয়া ক্রস হেডে জালে পাঠান মিলিঙ্কোভিচ সাভিচ। 

ম্যাচের ৮৫তম মিনিটে আল-নাসর গোলরক্ষকের ফাউলের শিকার হন মিত্রোভিচ। এতে আল হিলাল পেনাল্টির আবেদন জানালেও ভিএআরে তা বাতিল হয়ে যায়। শেষদিকে আর কোনো গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দ’দলকে। 

ইনজুরি থেকে সেরে উঠলেও রেজিস্ট্রেশন না করায় এ ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা নেইমার। আর থেকেও গোলের দেখা পাননি আল নাসর সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। 

৯ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আল হিলাল। সমান ম্যাচে ৫ জয় ও ৪ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে তিনে আল নাসর। ৮ জয় ও ১ হারে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আল ইত্তিহাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়