শিরোনাম
◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৪, ১১:২৭ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিওনেল মেসি অবসরের পর কোচিংয়ে আগ্রহী নন

স্পোর্টস ডেস্ক: গুঞ্জনের যেন শেষ নেই লিওনেল মেসির অবসর নিয়ে। তবে এই তারকা বরাবরের মতোই বলেছেন সময় হলেই নিজের বুটজোড়া তুলে রাখবেন। কিন্তু অবসরের পর কি করবেন তিনি? এই প্রশ্নে মেসি অবশ্য কোচিং পছন্দ না করার কথাই জানালেন। আপাতত মাঠেই নিজের বাকি সময়টুকু কাটানোর ব্যাপারে জানান তিনি।  
ইতালিয়ান সংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সঙ্গে ‘দা ৪৩৩ অ্যাপ’ ও অ্যাপল টিভির জন্য সাক্ষাৎকারে মেসি নিজের ক্যারিয়ারের পরবর্তী সময়ে কি করবেন এই ব্যপারে জানান। সাবেক এই বার্সেলোনা ফরোয়ার্ড এই বিষয়টিও রেখেছেন নিজের মধ্যে। আপাতত মাঠে খেলাই তার আসল উদ্দেশ্য।  

মেসি বলেন, ‘আসলে আমি জানি না অবসরের পর কি করবো। আমি কোচ হতে চাই না। কিন্তু এখনও সবকিছু পরিস্কার নয়। আমি এমন একজন যে দিনের পর দিন শুধুই খেলাধুলা নিয়ে ভাবতে থাকি। আপাতত আমি খেলা, অনুশীলন করা এবং মাঠে মজা করার কথাই ভাবছি। 

এর আগে মেসিকে অবশ্য প্রশ্ন করা হয় অবসর নিয়ে। ঠিক কবে অবসর নেবেন তিনি। এই ব্যাপারে মেসির উত্তর আগের মতোই। এমনকি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা, তাও পরিস্কার করে বলেননি সাবেক এই বার্সা তারকা।  
আর্জেন্টাইন তারকা বলেন, আমি সত্যিই জানি না (২০২৬ বিশ্বকাপে খেলব কি না)। আমাকে অনেক প্রশ্ন করা হয় এটা নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়। আপাতত আমার চাওয়া বছরটা ভালোভাবে শেষ করা। এরপর ভালো একটা প্রাক-মৌসুম কাটিয়ে নতুন বছর শুরু করা। গত বছর এটা (প্রাক-মৌসুম) পারিনি, কারণ অনেক সময় ছিল আমাদের। 

এরপর সেখান থেকে আমি দেখব, কেমন করছি এবং কেমন লাগছে। আমরা কাছাকাছি আছি, তবে পাশাপাশি এটাও সত্যি, অনেক সময় এখনও বাকি এবং ফুটবলে যে কোনো কিছুই হতে পারে। আপাতত বেশি দূরে না তাকিয়ে প্রতিটি দিনে থাকতে চাই। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়