স্পোর্টস ডেস্ক: লম্বা সময় ধরে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াডে ছিলেন না এভিন লুইস। প্রায় তিন বছরেরও বেশি সময় পর মাঠে ফিরে গত সপ্তাহে পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন ৬১ বলে ১০২ রানের ঝোড়ো ইনিংস। এবার একই ধারা ধরে রাখলেন ইংল্যান্ডের বিপক্ষেও।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ইংল্যান্ডকে একাই উড়িয়ে দিয়েছেন লুইস। খেলেছেন ৬৯ বলে ৯৪ রানের ঝোড়ো ইনিংস। যে ইনিংসে ছক্কা মেরেছেন ৮টি, চার ছিল ৫টি। অথচ ইংলিশ ব্যাটাররা পুরো ইনিংসেই ছক্কা মাত্র দুটি।
ম্যাচটিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ জয় পায় ৮ উইকেটের বড় ব্যবধানে। টস হেরে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ২০৯ রান। বৃষ্টিবিঘিœত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পরিবর্তিত লক্ষ্যে পৌঁছে যায় ৫৫ বল হাতে রেখে।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৪৫.১ ওভারে ২০৯ (লিভিংস্টোন ৪৮, কারেন ৩৭, বেথেল ২৭; মোতি ৪/৪১, সিলস ২/২২)।
ওয়েস্ট ইন্ডিজ: (লক্ষ্য ৩৫ ওভারে ১৫৭) ২৫.৫ ওভারে ১৫৭/২ (লুইস ৯৪, কিং ৩০; লিভিংস্টোন ১/৩২)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী (ডিএল মেথডে)। ম্যান অব দ্য ম্যাচ: গুড়াকেশ মোতি।