শিরোনাম
◈ ঢাকায় মানবাধিকার অফিস খুলতে দেওয়া যাবে না : হেফাজতে ইসলাম ◈ বাংলাদেশ-ত্রিপুরা সীমান্তে কাঁটাতারের বেড়ার ফায়দা নিতে পারে স্বার্থান্বেষী মহল : ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রীর ◈ নির্বাচন কমিশন গঠনে ৬ সদস্যের সার্চ কমিটি ◈ পাঁচ বছর ধরে প্রায় দিনই একটি ছেলে বাসার সামনে গোলাপফুল দিয়ে যায় : শাবনূর ◈ বদলে গেল ৬ সরকারি মেডিক্যাল কলেজের নাম. বঙ্গবন্ধু–হাসিনার নাম বাদ ◈ ড. ইউনূসকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসে যা বললেন সজীব ওয়াজেদ জয় ◈ লেবাননে শান্তি ফেরাতে মুসলিম ভোটারদের কাছে ভােট চাইলেন ট্রাম্প ◈ জাবিতে শিবিরবিরোধী মিছিলকারীদের অভিনন্দন জানাল শিবির ◈ রাজধানীর মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন ◈ উত্তরায় ব্যবসায়ীর অফিসে ঢুকে লুটপাটের অভিযোগ

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ১১:৪৫ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএল শুরু হবে ৩০ ডিসেম্বর, ফাইনাল ৭ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর মাঠে গড়ানোর চূড়ান্ত সময় প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে জানানো হয়েছে টুর্নামেন্টের ফাইনালের দিনও। আগের সূচিতে ২৭ ডিসেম্বর আসর মাঠে গড়ানোর কথা থাকলেও নতুন সূচিতে তিনদিন পিছিয়ে আসর শুরুর সময় নির্ধারণ করা হয়েছে ৩০ ডিসেম্বর। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি। 

আসর শুরুর ও ফাইনালের সময় জানালেও ম্যাচের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি বোর্ড। বিপিএলকে সামনে রেখে গত ১৪ অক্টোবর হয়েছে প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে নিজেদের পছন্দ মতো ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বিপিএলের সর্বোচ্চ রেকর্ডধারী চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস, দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নেই এবারের আসরে। 

পুরনো ফ্র্যাঞ্চাইজিদের মাঝে এবারের আসরে রয়েছে সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ১১ বছর পর দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ফিরেছে প্রথম দুই আসরে অংশ নেয়া চিটাগং কিংস। নতুন করে বিপিএলের সঙ্গে যুক্ত হয়েছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। 

বিপিএলের প্রতি আসরে টিকিট ক্রয় করতে গিয়ে ভোগান্তির মুখে পড়তে হয় ক্রিকেটপ্রেমীদের। বিসিবির দায়িত্ব নিয়েই সমর্থকদের ভোগান্তি কমানোর চেষ্টা করছেন ফারুক আহমেদ। বোর্ড সভা শেষে বিসিবি নিশ্চিত করেছে এবারের মৌসুমে অনলাইন টিকেট অর্থাৎ ই-টিকেট ব্যবস্থা চালু করতে যাচ্ছে। তাতে করে ঘরে বসেই টিকেট ক্রয় করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়