সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ ১১ জনের পরিচালক পদ বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক বিবৃতিতে বিসিবি জানায়, টানা ৩ সভায় হাজির না থাকায় গঠনতন্ত্র অনুযায়ী ১২জন পরিচালকের পদ বাতিল করা হয়েছে। তারা হলেন নাজমুল হাসান পাপন, আ জ ম নাসির, শেখ সোহেল, মঞ্জুর কাদের, আহমেদ নজিব, ইসমাইল হায়দার মল্লিক, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, সফিউল আলম চৌধুরী নাদেল, তানভির আহমেদ টিটু, ওবায়েদ নিজাম ও গাজী গোলাম মোর্তজা পাপ্পা।
একই সভায় নাঈমুর রহমান দূর্জয়, এনায়েত হোসেন সিরাজ ও খালেদ মাহমুদ সুজনের পদত্যাগের আবেদন অনুমোদন দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :