শিরোনাম
◈ লক্ষ্মীপুরে আ স ম রবকে সহযোগিতার নির্দেশ, বিএনপির তৃণমূলে ক্ষোভ ◈ বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকার থাকা উচিত : ছাত্রলীগ নেতা–কর্মীদের গ্রেপ্তার নিয়ে প্রশ্নে যুক্তরাষ্ট্র ◈ কুমিল্লায়  সরকারি জমি, কবরস্থান দখল করে সাবেক পিপি ও আ’লীগ নেতার এতিমখানা নির্মাণ! ◈ পত্রিকা পড়ে তো আমি শান্তর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো না: বিসিবি সভাপতি ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে মিজানুর রহমান আজহারীর স্ট্যাটাস ◈ গণহত্যা মামলা: কারাগারে পুলিশ কর্মকর্তা জসিম ◈ খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, অবরোধের ডাক ◈ ঠাকুরগাঁওয়ে মন্দিরে ১৪৪ ধারা জারি ◈ হাসিনার আমলে বাংলাদেশে ঢুকলে ফিরিয়ে দিত, এই সরকার কঠোর আচরণ করছে : ভারতীয় জেলেদের সংবাদ সম্মেলন ◈ ৩৫ প্রত্যাশীরা ফের আন্দোলনে, পুলিশের লাঠিচার্জ-জলকামানে ছত্রভঙ্গ

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪, ০৬:৩৭ বিকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকার রান বন্যায় ভাসছে টাইগাররা, চট্টগ্রাম  টেস্টে চাপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দেখলেন তো বাংলাদেশের ব্যাটিং, কোনো উন্নতি নেই। কালেভদ্রে দু’একজন ব্যাটার ক্রিজে থিতু হলেও দলের উপকারে আসে না। কোচ আসে, কোচ যায়। বাংলাদেশের যেই দল সেই দলই থেকে যায়। উন্নতির ছিটেফোটাও চোখে পড়ে না। 
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকে ব্যাকফুটে টাইগার সেনারা। প্রথম টেস্টে মিরপুর মাঠের দৈন্যদশাই থেকে গেলো চট্টগ্রাম টেস্টে। মাঠ পরিবর্তন হয়ে বদলায়নি বাংলাদেশ টপ-অর্ডারের দৈন্যদশা। হতশ্রী ব্যাটিংয়ের ধারা স্বাগতিকরা অব্যহত রেখেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও। ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৮ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল। অথচ এই উইকেটেই ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করেছিল অতিথিরা।
বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রামে সিরিজের শেষ টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ এখনও পিছিয়ে আছে ৫৩৭ রানে। ৬ রান নিয়ে মুমিনুল ও ৪ রান নিয়ে নাজমুল হোসেন শান্ত তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
পেনাল্টি থেকে পাওয়া ৫ রান নিয়ে ইনিংস শুরু করা বাংলাদেশ প্রথম ওভারেই হারায় সাদমান ইসলামের উইকেট। এরপর জাকের আলী ফেরেন চতুর্থ ওভারের দ্বিতীয় বলে। প্রথম ম্যাচে ধৈর্য ধরে খেলা মাহমুদুল হাসান ১০ রান করে ফেরেন ষষ্ঠ ওভারের পাঁচ নম্বর ডেলিভারিতে। পরের ওভারে বোল্ড হন নাইটওয়াচম্যান হাসান মাহমুদ।
এর আগে উইয়ান মুল্ডারের সেঞ্চুরির পর ৬ উইকেটে ৫৭৫ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়