শিরোনাম
◈ লক্ষ্মীপুরে আ স ম রবকে সহযোগিতার নির্দেশ, বিএনপির তৃণমূলে ক্ষোভ ◈ বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকার থাকা উচিত : ছাত্রলীগ নেতা–কর্মীদের গ্রেপ্তার নিয়ে প্রশ্নে যুক্তরাষ্ট্র ◈ কুমিল্লায়  সরকারি জমি, কবরস্থান দখল করে সাবেক পিপি ও আ’লীগ নেতার এতিমখানা নির্মাণ! ◈ পত্রিকা পড়ে তো আমি শান্তর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো না: বিসিবি সভাপতি ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে মিজানুর রহমান আজহারীর স্ট্যাটাস ◈ গণহত্যা মামলা: কারাগারে পুলিশ কর্মকর্তা জসিম ◈ খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, অবরোধের ডাক ◈ ঠাকুরগাঁওয়ে মন্দিরে ১৪৪ ধারা জারি ◈ হাসিনার আমলে বাংলাদেশে ঢুকলে ফিরিয়ে দিত, এই সরকার কঠোর আচরণ করছে : ভারতীয় জেলেদের সংবাদ সম্মেলন ◈ ৩৫ প্রত্যাশীরা ফের আন্দোলনে, পুলিশের লাঠিচার্জ-জলকামানে ছত্রভঙ্গ

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪, ০২:০২ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে নারী সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশ-নেপাল মুখোমুখি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ফুটবল দলের কখনো কোনো খেলায় দু’বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের রেকর্ড নেই। এবার নারীদের সামনে সেই ইতিহাস গড়ার হাতছানি। বুধবার (৩০ অক্টোবর) নারী সাফের ফাইনালে প্রতিপক্ষ নেপাল। এক ঘণ্টা পিছিয়ে সন্ধ্যা পৌনে ৭টায় শুরু হবে ফাইনাল। লাল সবুজ প্রথমবার পেয়েছিল ছাদখোলা বাসে অভিবাদন। এবার শুধুই চাওয়া নতুন বাংলাদেশকে সাফল্য উপহার দেয়া। 

রূপালী ট্রফি জয়ের স্বাদ বাংলাদেশ জানা। দু’বছর আগে সাবিনার হাতেই উঠেছিল এই দশরথ স্টেডিয়ামে। নেপালের জন্য বাংলাদেশ যেমন, তেমনি বাংলাদেশের জন্য নেপাল। চেনা প্রতিপক্ষ, চেনা ভেন্যু।

বাংলাদেশ অধিনায়ক সাবিনা বলেন, নেপালের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অনেকেরেই আছে। আমার মনে হয় যারা হোস্ট থাকে তাদের জন্য বেশি চাপের থাকে। আমি আমার দল নিয়ে কনফিডেন্ট।

সেবারের মত এবারও নেতৃত্বে সাবিনা খাতুন। দুদলের তুলনায় না গেলেও, প্রথমকে ভুলতে পারেননি। সাবিনা আরও বলেন, গতবার প্রতিটি খেলোয়াড়ের পারফরম্যান্স ছিল অসাধারণ। তারা সকলেই জান দিয়ে খেলেছে। সেটার সঙ্গে এটাকে তুলনা করতে চাইলে আমি দু’দলকেই এগিয়ে রাখবো। 

ফাইনালের আগে কোচ-ফুটবলারদের স্পষ্ট দূরত্ব নিয়ে নতুন বিতর্কের জন্ম হয়নি। বরং ফুটবলারদের প্রশংসাই করেছেন ইংলিশ কোচ। বাংলাদেশ কোচ পিটার বাটলার বলেন, মেয়েরা দারুন ছন্দে আছে। এই পর্যন্ত আসার সব 
গেলো ছয় আসরে পাঁচবার ফাইনাল খেলেও নেপালের ছোঁয়া হয়নি দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব। অন্তত এবার তা পূর্ণ করতে চান অধিনায়ক অ্যাঞ্জেলা সুব্বা।

নেপাল কোচ রাজেন্দ্র তামাং বলেন, বাংলাদেশ টেকটিক্যালি এগিয়ে। তবে আপনারা দেখেছেন, নেপালিদের সমর্থন। যা ম্যাচে বাড়তি অনুপ্রেরণা।

পরিসংখ্যান পক্ষে নেই বাংলাদেশের। আগের ১২ বারের দেখায় মাত্র একবারই জিতেছে সাবিনা, ঋতুপর্ণারা। সেটা গেলবার ফাইনালে।

যে ফাইনাল জিতে ছাদ খোলা বাসে অভিবাদন পেয়েছিলো নারী দল। এবার এমন কিছু চাওয়া নেই, শিরোপা জেতাটাই মুখ্য। তথ্যসূত্র, চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়