শিরোনাম
◈ আ. লীগের নেতা-কর্মীরা নিষিদ্ধ হলে কোথায় যাবে? ◈ বুয়েটে চান্সপ্রাপ্ত মেধাবী ছাত্র শান্ত বিশ্বাসের পাশে তারেক রহমান ◈ আমরা ৫ আগষ্টের পর নতুন একটি শব্দ শুনতে পাচ্ছি মব কালচার : ইশরাক  ◈ কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল ◈ হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ নিজ বাসায় খুন ◈ সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে ◈ রাজধানীসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব ◈ কাফির বাড়ি পোড়ানোয় দুই পরিকল্পনাকারী গ্রেপ্তার, জানা গেল তাদের পরিচয় ◈ ফরিদপুরে ছাগলের ঘরে তালাবন্দি বৃদ্ধকে উদ্ধার করলেন নির্বাহী কর্মকর্তা ◈ ঠাকুরগাঁওয়ে মুক্তিপণের ২৫ লাখ দিয়েও ছেলেকে ফেরত পেলনা পিতা

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৪, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ উইকেটে ৫২ রান, ৫৩তে অলআউট

স্পোর্টস ডেস্ক: অবিশ্বাস্য মনে হলেও সত্যি, যে দল ২ উইকেট হারিয়ে রান তুলেছে ৫২, সেই দলটি ১টি রান পেতে বাকি ৮ উইকেট হারিয়েছে। তবে রানটি কিন্তু ব্যাট থেকেও আসেনি। ওয়াইড থেকে যোগ হয়েছে। অস্ট্রেলিয়ার ওয়ানডে কাপে এমনটাই ঘটেছে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সঙ্গে।

তাসমানিয়ার বিপক্ষে ৫৩ রানেই অলআউট হয়ে যায় তারা। কিন্তু ২ উইকেট হারিয়ে ৫২ রান পর্যন্ত করেছিল তারা। এরপরই এক রানের ব্যবধানে সেই নাটকীয় ধস। পার্থের ওয়াকায় সেই রান ৭ উইকেট হাতে রেখেই পাড়ি দেয় তাসমানিয়া। যদিও তারা সেই তিন উইকেট হারিয়েছে এক রানের ব্যবধানেই। সেই এক রান এসেছে ওয়াইড থেকে।

পেশাদার ক্রিকেটে এর চেয়ে বাজে ব্যাটিং ধসের ঘটনা খুব কমই আছে। ১৬তম ওভার পর্যন্ত ৮ উইকেট হাতে ছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার। কিন্তু এরপর তাদের অলআউট হতে মাত্র ২৮ বল লাগে। তাসমানিয়ার হয়ে ৬ ওভারে ১৭ রান খরচে ৬ উইকেট শিকার করেছেন বেয়াউ ওয়েবস্টার। এছাড়া ১২ রানে ৩ উইকেট নেন বিলি স্টানলেক। বাকি একটি উইকেট যায় টম রজার্সের খাতায়।

প্রথম চার ব্যাটার ছাড়া ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে আর কেউই রানের খাতা খুলতে পারেননি। ছয়জন ডাক মেরে আউট হলেও একজন ছিলেন অপরাজিত ছিলেন শূন্য রানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়