শিরোনাম
◈ হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ নিজ বাসায় খুন ◈ সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে ◈ রাজধানীসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব ◈ কাফির বাড়ি পোড়ানোয় দুই পরিকল্পনাকারী গ্রেপ্তার, জানা গেল তাদের পরিচয় ◈ কেম্যান আইল্যান্ডস ও পাঁচ দেশে শেখ হাসিনার সম্পদের সন্ধান মিলেছে ◈ আইপিএল থেকে সরে দাঁড়িয়ে নিষেধাজ্ঞার মুখে ইংল্যান্ডের হ্যারি ব্রুক ◈ ট্রাম্প একজন ব্যবসায়ী, তাই আমি তাকে বলি: আসুন, আমাদের সঙ্গে চুক্তি করুন, গার্ডিয়ানকে ড. ইউনূস ◈ রোজার ঈদে এবার পাওয়া যাবে না নতুন টাকা ◈ চ্যাম্পিয়নস ট্রফির আয়েজক হয়েও পুরস্কার বিতরণীর মঞ্চে পাকিস্তানের প্রতিনিধি ছিলো না ◈ খেলোয়াড়দের বছরে বেতনবাবদ পিএসজির ব্যয় ৮ হাজার ৬৭৩ কোটি টাকা 

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৪, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ উইকেটে ৫২ রান, ৫৩তে অলআউট

স্পোর্টস ডেস্ক: অবিশ্বাস্য মনে হলেও সত্যি, যে দল ২ উইকেট হারিয়ে রান তুলেছে ৫২, সেই দলটি ১টি রান পেতে বাকি ৮ উইকেট হারিয়েছে। তবে রানটি কিন্তু ব্যাট থেকেও আসেনি। ওয়াইড থেকে যোগ হয়েছে। অস্ট্রেলিয়ার ওয়ানডে কাপে এমনটাই ঘটেছে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সঙ্গে।

তাসমানিয়ার বিপক্ষে ৫৩ রানেই অলআউট হয়ে যায় তারা। কিন্তু ২ উইকেট হারিয়ে ৫২ রান পর্যন্ত করেছিল তারা। এরপরই এক রানের ব্যবধানে সেই নাটকীয় ধস। পার্থের ওয়াকায় সেই রান ৭ উইকেট হাতে রেখেই পাড়ি দেয় তাসমানিয়া। যদিও তারা সেই তিন উইকেট হারিয়েছে এক রানের ব্যবধানেই। সেই এক রান এসেছে ওয়াইড থেকে।

পেশাদার ক্রিকেটে এর চেয়ে বাজে ব্যাটিং ধসের ঘটনা খুব কমই আছে। ১৬তম ওভার পর্যন্ত ৮ উইকেট হাতে ছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার। কিন্তু এরপর তাদের অলআউট হতে মাত্র ২৮ বল লাগে। তাসমানিয়ার হয়ে ৬ ওভারে ১৭ রান খরচে ৬ উইকেট শিকার করেছেন বেয়াউ ওয়েবস্টার। এছাড়া ১২ রানে ৩ উইকেট নেন বিলি স্টানলেক। বাকি একটি উইকেট যায় টম রজার্সের খাতায়।

প্রথম চার ব্যাটার ছাড়া ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে আর কেউই রানের খাতা খুলতে পারেননি। ছয়জন ডাক মেরে আউট হলেও একজন ছিলেন অপরাজিত ছিলেন শূন্য রানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়