শিরোনাম
◈ হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ নিজ বাসায় খুন ◈ সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে ◈ রাজধানীসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব ◈ কাফির বাড়ি পোড়ানোয় দুই পরিকল্পনাকারী গ্রেপ্তার, জানা গেল তাদের পরিচয় ◈ কেম্যান আইল্যান্ডস ও পাঁচ দেশে শেখ হাসিনার সম্পদের সন্ধান মিলেছে ◈ আইপিএল থেকে সরে দাঁড়িয়ে নিষেধাজ্ঞার মুখে ইংল্যান্ডের হ্যারি ব্রুক ◈ ট্রাম্প একজন ব্যবসায়ী, তাই আমি তাকে বলি: আসুন, আমাদের সঙ্গে চুক্তি করুন, গার্ডিয়ানকে ড. ইউনূস ◈ রোজার ঈদে এবার পাওয়া যাবে না নতুন টাকা ◈ চ্যাম্পিয়নস ট্রফির আয়েজক হয়েও পুরস্কার বিতরণীর মঞ্চে পাকিস্তানের প্রতিনিধি ছিলো না ◈ খেলোয়াড়দের বছরে বেতনবাবদ পিএসজির ব্যয় ৮ হাজার ৬৭৩ কোটি টাকা 

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৪, ০৬:২১ বিকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের পরাজয়ে ভারত বিপদে!

স্পোর্টস ডেস্ক: ক’দিন আগে মিরপুর মাঠে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ দল। চতুর্থ দিনেই ৭ উইকেটের বড় ব্যবধানে স্বাগতিকদের হারায় দক্ষিণ আফ্রিকা। 

বাংলাদেশ দলের এই হারে বিপদ বেড়েছে ভারতের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেল রোহিত শর্মার দলের। শুধু ভারত নয়, চাপে পড়ল অস্ট্রেলিয়াও। 
২১ অক্টোবর মাঠে গড়ানো ম্যাচটির আগে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ছিল ৩৮.৮৯ শতাংশ। জয়ের পর তা হয়েছে ৪৭.৬২। ফলে তারা নিউজিল্যান্ড (৪৪.৪৪) এবং ইংল্যান্ডকে (৪৩.০৬) টপকে চারে উঠে এসেছে। ফাইনালে ওঠার দাবিদার এবার তারাও। বাংলাদেশ সপ্তম স্থানে আছে ৩০.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে।

এদিকে ভারত ৬৮.০৬ শতাংশ পয়েন্ট নিয়ে এখন সবার উপরে থাকলেও ফাইনালের নিশ্চয়তা নেই। ফাইনালে উঠতে গেলে তাদের বাকি সাতটি টেস্টে অন্তত চারটি জয় এবং একটি ড্র করতে হবে। তা হলে পয়েন্ট শতাংশ হবে ৬৫.৭৯। সে ক্ষেত্রে ফাইনালে জায়গা নিশ্চিত হবে।
আর ভারত যদি চারটি টেস্ট জেতে এবং একটিও ড্র করতে না পারে তাহলে পয়েন্ট শতাংশ হবে ৬৪.০৪। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, এমনকি শ্রীলঙ্কার জন্যও ফাইনালের দরজা খুলে যাবে।

দক্ষিণ আফ্রিকা বাকি সব ম্যাচে জিতলে তাদের পয়েন্ট শতাংশ হবে ৬৯.৪৪। অস্ট্রেলিয়া এখন ৬২.৫০ পয়েন্ট শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে। তারা চারটি টেস্ট জিতলে এবং একটি ড্র হলে ৬২.২৮ পয়েন্ট শতাংশে শেষ করবে এবং ফাইনালের দৌড়ে থাকবে। তবে ফলাফল তাদের পক্ষে না গেলে আরও নীচে নেমে যেতে পারে। ৫৫.৫৬ পয়েন্ট শতাংশ নিয়ে কিছুটা হলেও এই দৌড়ে রয়েছে শ্রীলঙ্কা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়