শিরোনাম
◈ আ. লীগের নেতা-কর্মীরা নিষিদ্ধ হলে কোথায় যাবে? ◈ বুয়েটে চান্সপ্রাপ্ত মেধাবী ছাত্র শান্ত বিশ্বাসের পাশে তারেক রহমান ◈ আমরা ৫ আগষ্টের পর নতুন একটি শব্দ শুনতে পাচ্ছি মব কালচার : ইশরাক  ◈ কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল ◈ হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ নিজ বাসায় খুন ◈ সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে ◈ রাজধানীসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব ◈ কাফির বাড়ি পোড়ানোয় দুই পরিকল্পনাকারী গ্রেপ্তার, জানা গেল তাদের পরিচয় ◈ ফরিদপুরে ছাগলের ঘরে তালাবন্দি বৃদ্ধকে উদ্ধার করলেন নির্বাহী কর্মকর্তা ◈ ঠাকুরগাঁওয়ে মুক্তিপণের ২৫ লাখ দিয়েও ছেলেকে ফেরত পেলনা পিতা

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৪, ০২:২২ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে সাকিবের সঙ্গে তুলনা চান না মিরাজ

মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ ম্যাচের চতুর্থ দিন সকালেই। এ ম্যাচে সাকিব আল হাসান খেলে অবসর নিতে চাইলেও দেশে ফিরতে পারেননি। তবে অনেকেই সাকিবের উপযুক্ত বিকল্প ভাবছেন মিরাজকে। বৃহস্পতিবার ম্যাচশেষে সংবাদ সম্মেলনে মিরাজ জানালেন সাকিবের সঙ্গে তুলনা চান না তিনি।

৯ বছরের টেস্ট ক্যারিয়ারে মাত্র একটাই সেঞ্চুরি করেছেন মেহেদি হাসান মিরাজ। সেটিও ব্যাটিং পজিশনে ৮ নম্বরে নেমে। গত কয়েক বছর এই পজিশনেই নিয়মিত ভালো করছেন তিনি ব্যাট হাতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯৭ রানে সাজঘরে ফিরেছেন। 

ক্যারিয়ারে দ্বিতীয় সেরা ইনিংসটা খেলেছেন মিরাজ ৭ নম্বরে নেমে। সাকিব আল হাসান না থাকার কারণে। তাহলে কি  সাকিববের ঘাটতি সত্যিই পূরণ করার পথে মিরাজ?

এ বিষয়ে মিরাজ বলেছেন,"এটা অনেকেই বলছেন। কিন্তু সাকিব ভাই তো সাকিব ভাই। আমি মিরাজ। আমি চাইনা উনার সঙ্গে আমার তুলনা হোক!"

সাকিবের সঙ্গে তুলনা না চাওয়ার ব্যাখ্যাও দিয়েছেন মিরাজ। তিনি বলেছেন,"দেখেন সাকিব ভাই একজন কিংবদন্তি। ১৭ বছর ধরে ক্রিকেট খেলছেন। তার অনেক অর্জন আছে ব্যাটে-বলে। আর আমিতো মাত্র ২ বছর হলো ব্যাট হাতে হয়তো নিয়মিত কিছু রান করছি। কিন্তু সাকিব ভাই দেখেন অনেক আগে থেকেই রান করে। কাজেই আমাদের তুলনা হতে পারেনা।"

ব্যাটিং পজিশনও একটা বড় ব্যাপার। অধিকাংশ সময় ৮ নম্বরে ব্যাট করেছেন মিরাজ। এমনকি ৯ নম্বর পজিশনেও ব্যাট করেছেন। সাকিবের পজিশন প্রথম থেকেই কিছুটা ওপরের দিকে ছিল। 

বিষয়টা নিয়ে মিরাজও বলেছেন,"সাকিব ভাই কিছুটা ওপরের দিকে ব্যাট করতেন। আমার কিন্তু সেভাবে সুযোগ হয়নি। আমার ব্যাটিং পজিশন কিন্তু নিচে। তাই খুব বেশি রান করা কঠিন।"

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়