শিরোনাম
◈ হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ নিজ বাসায় খুন ◈ সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে ◈ রাজধানীসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব ◈ কাফির বাড়ি পোড়ানোয় দুই পরিকল্পনাকারী গ্রেপ্তার, জানা গেল তাদের পরিচয় ◈ কেম্যান আইল্যান্ডস ও পাঁচ দেশে শেখ হাসিনার সম্পদের সন্ধান মিলেছে ◈ আইপিএল থেকে সরে দাঁড়িয়ে নিষেধাজ্ঞার মুখে ইংল্যান্ডের হ্যারি ব্রুক ◈ ট্রাম্প একজন ব্যবসায়ী, তাই আমি তাকে বলি: আসুন, আমাদের সঙ্গে চুক্তি করুন, গার্ডিয়ানকে ড. ইউনূস ◈ রোজার ঈদে এবার পাওয়া যাবে না নতুন টাকা ◈ চ্যাম্পিয়নস ট্রফির আয়েজক হয়েও পুরস্কার বিতরণীর মঞ্চে পাকিস্তানের প্রতিনিধি ছিলো না ◈ খেলোয়াড়দের বছরে বেতনবাবদ পিএসজির ব্যয় ৮ হাজার ৬৭৩ কোটি টাকা 

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৪, ১২:১৭ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ সুজন

স্পোর্টস ডেস্ক: কদিন আগে মিকি আর্থারকে প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে রংপুর রাইডার্স। প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসা ঢাকা ক্যাপিটালসও রংপুরের মতো বিদেশি কোচের সন্ধ্যানেই ছিল। তবে শেষ মূহুর্তে বিদেশি কোচ নিয়োগ দেয়া থেকে সরে দাঁড়িয়েছে তারা। শেষ পর্যন্ত বিপিএলের এবারের মৌসুমের জন্য খালেদ মাহমুদ সুজনকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।- ক্রিকফ্রেঞ্জি

কোচ হিসেবে বাংলাদেশের ক্রিকেটে বেশ চিরচেনা সুজন। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কোচিং করানো বাংলাদেশের সাবেক ক্রিকেটার বিপিএলেও কাজ করেছেন বিভিন্ন দলের হয়ে। ২০১৬ সালে তার অধীনে প্রথমবার শিরোপা ঘরে তুলেছিল ঢাকা ডায়নামাইটস। পরবর্তীতে অবশ্য বিপিএলে শিরোপা জেতা হয়নি সুজনের।

যদিও বিভিন্ন সময়ে খুলনা টাইগার্স, ঢাকা ডমিনেটর্স ও দুর্দান্ত ঢাকার প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অবশ্য আবাহনীর হয়ে বেশ কয়েকটি শিরোপা জেতার কীর্তি আছে তার। বাংলাদেশ জাতীয় দলেও কাজ করেছেন অন্তর্র্বতীকালীন প্রধান কোচ হিসেবে। ২০১৯ সালে সুজনের অধীনে শ্রীলঙ্কা সফরে খেলেছিল বাংলাদেশ।

বেশ কয়েক দফায় দেশের প্রধান কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করলেও পূর্ণ মেয়াদে সেই দায়িত্ব পাননি কখনই। এদিকে কদিন আগে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সুজন। পুরোদমে কোচিংয়ে মনোযোগ দিতে চাওয়া সুজনের নতুন চ্যালেঞ্জটা শুরু হচ্ছে ঢাকা ক্যাপিটালসকে।

বিপিএলের এবারের মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলতে দেখা যাবে মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাব্বির রহমানকে। বিদেশি হিসেবে খেলবেন জনসন চার্লস, স্টিফেন এসকানজি, শাহনেওয়াজ দাহানির মতো ক্রিকেটারদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়