শিরোনাম
◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৪, ০৮:২৭ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে হারিয়ে নারী সাফ ফুটবলের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়ে শক্তিমত্তার পরিচয় দিয়েছিলো ভারত। একই দলের সঙ্গে (পাকিস্তান) বাংলাদেশ ভাগ্যেরজোড়ে ১-১ ড্র করেছিলো। 

এই বাংলাদেশ দল যে এতোটা দাপুটে হবে ভারতের বিরুদ্ধে, তা হয়তো কারো ভাবনায়ও ছিলো না। কিন্তু বাংলাদেশের মেয়েরা দেখিয়ে দিলো। দুর্দান্ত পারফরমেন্স করে তারা নারী সাফ চ্যাম্পিয়নশীপ ফুটবলে ৩-১ গোলে ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেমিফাইনালে উঠেছে। 

বুধবার (২৩ অক্টোবর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু থেকে সাফের সবেচেয়ে সফলতম দলটিকে চেপে ধরে বাংলাদেশের মেয়েরা। বারবার আক্রমণে উঠে চেষ্টা চালায় প্রতিপক্ষের রক্ষণ ভাঙার। খেলার ৩ ও ৫ মিনিটে সুযোগে এলেও বলের নাগালা পাননি শামসুন্নাহার জুনিয়র। অত:পর ১৮ মিনিটে ডেডলক ভাঙে বাংলাদেশ। সাবিনার কর্ণার কিক থেকে জটলার মধ্য থেকে বল পেয়ে হাওয়ায় ভাসিয়ে মারেন আফঈদা খন্দকার। আর তাতেই জাতীয় দলের জার্সিতে এই ডিফেন্ডারের প্রথম স্কোরে ১-০ গোলে এগিয়ে যাওয়ার আনন্দে ভাসে বাংলাদেশ।

এগিয়ে যাওয়ার পর আক্রণের ধার বাড়িয়ে খেলতে থাকে বাংলাদেশ। ২৬ মিনিটে সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মিনিট চারেক পর সেই আক্ষেপ মেটান তহুরা খাতুন। তার শেষ মূহুর্তের ছোয়ায় ভারতের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে যায় বাটলার শিষ্যরা।

আনন্দের রেশ না কাটতেই আবার দলকে আনন্দে ভাসান তহুরা খাতুন। ৪৩ মিনিটে তহুরার দৃষ্টিনন্দন শটে ৩-০ গোলের লিড পায় বাংলাদেশ। তবে বিরতিতে যাওয়ার আগে বালাদেবী এক গোল শোধ করলেও ম্যাচে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও সমানতালে লড়তে থাকে বাংলাদেশ। মাঝে ভারত বেশ কয়েকবার আক্রমণে উঠলেও রূপনা চাকমার বিচক্ষণতায় তা থেকে গোল আদায় করতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়