শিরোনাম
◈ হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ নিজ বাসায় খুন ◈ সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে ◈ রাজধানীসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব ◈ কাফির বাড়ি পোড়ানোয় দুই পরিকল্পনাকারী গ্রেপ্তার, জানা গেল তাদের পরিচয় ◈ কেম্যান আইল্যান্ডস ও পাঁচ দেশে শেখ হাসিনার সম্পদের সন্ধান মিলেছে ◈ আইপিএল থেকে সরে দাঁড়িয়ে নিষেধাজ্ঞার মুখে ইংল্যান্ডের হ্যারি ব্রুক ◈ ট্রাম্প একজন ব্যবসায়ী, তাই আমি তাকে বলি: আসুন, আমাদের সঙ্গে চুক্তি করুন, গার্ডিয়ানকে ড. ইউনূস ◈ রোজার ঈদে এবার পাওয়া যাবে না নতুন টাকা ◈ চ্যাম্পিয়নস ট্রফির আয়েজক হয়েও পুরস্কার বিতরণীর মঞ্চে পাকিস্তানের প্রতিনিধি ছিলো না ◈ খেলোয়াড়দের বছরে বেতনবাবদ পিএসজির ব্যয় ৮ হাজার ৬৭৩ কোটি টাকা 

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৪, ১১:৪৫ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেনাল্টি ছাড়া রোনালদো থেকে মেসির গোল বেশি

স্পোর্টস ডেস্ক: এই দুই মহাতারকারই ক্যারিয়ার এখন গোধূলিবেলায়। অবসরের প্রহর গুনছেন তারা। তবে শেষ মুহূর্তে এসেও একের পর এক চমক দেখাচ্ছেন মেসি-রোনালদো। দুই তারকাই একদিকে নিজেদের রেকর্ডের ভান্ডার যেমন ভরিয়ে তুলছেন, তেমনি একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইও অব্যাহত রেখেছেন। ফুটবলের এই দুই মহাতারকা প্রতিনিয়ত মাঠে নেমে প্রমাণ দিয়ে চলেছেন নিজেদের সামর্থ্যের। এগিয়ে যাওয়ার পথে বয়স কিংবা চোটও আটকাতে পারছে না মেসি-রোনালদোকে। 

আর্জেন্টিনা ও পর্তুগালের দুই পোস্টার বয়ের নানামুখী লড়াইয়ে এবার গোলের একটি রেকর্ডে রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি। রেকর্ডটি হচ্ছে পেনাল্টি ছাড়া গোলের রেকর্ড। পাল্টাপাল্টি রেকর্ড দখলের এই লড়াইয়ে রোববারের (২০ অক্টোবর) আগ পর্যন্ত পেনাল্টিবিহীন গোলে সবার ওপরে ছিলেন রোনালদো। কিন্তু গতকাল নিউ ইংল্যান্ডের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে হ্যাটট্রিক করে রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি। চ্যানেল২৪

নিজের ক্যারিয়ারে ১২৪৫ ম্যাচে রোনালদো গোল করেছেন ৯০৭টি। যেখানে তিনি পেনাল্টিতে গোল করেছেন ১৬৮টি। অর্থাৎ রোনালদো ৭৩৯ গোল করেছেন পেনাল্টি ছাড়া। বিপরীতে ১০৭৮ ম্যাচে মেসি গোল করেছেন ৮৪৯টি। এই গোলের মধ্যে ১০৯টি গোল তিনি করেছেন পেনাল্টি থেকে, অর্থাৎ মেসির পেনাল্টিবিহীন গোল সংখ্যা ৭৪০টি।

মেসির সব শেষ ম্যাচটির আগে পেনাল্টি ছাড়া গোল ছিল ৭৩৭টি। তবে মায়ামির ৬-২ গোলের জয়ে ১০ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে রোনালদোকে পেরিয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক, যা তাকে পেনাল্টি ছাড়া গোল করা খেলোয়াড়দের মধ্যে সবার ওপরে তুলে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়