শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৪, ১১:৪৪ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেভিয়ার জালে বার্সেলোনার ৫ গোল

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনা এখনো জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে। আন্তর্জাতিক বিরতির আগে যে ছন্দে ছিল, সেই ছন্দ এখনও ধরে রেখেছে তারা।  হ্যান্সি ফ্লিকের দল রোববার (২০ অক্টোবর) ঘরের মাঠে সেভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এদিকে জোড়া গোল করে এক মাইলফলক স্পর্শ করেছেন বার্সা স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি।

লা লিগার এই ম্যাচের প্রথম হাফেই তিন গোলে এগিয়ে যায় বার্সা। গোলের শুরুটা করেন লেভানডোভস্কি। ২৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। ২৮তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে পেদ্রির দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা।

এরপর ৩৯তম মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন লেভা। বক্সের বাইরে থেকে রাফিনহার জোরাল শটে শুধু পা ছুঁয়ে গোল করেন পোলিশ তারকা। আর এই গোল করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ লিগ গোলের তালিকায় তিন নম্বরে উঠে আসেন লেভানডোভস্কি। এই পোলিশ স্ট্রাইকারের গোল সংখ্যা এখন ৩৬৬। তার ওপরে আছে এখন শুধু ক্রিস্টিয়ানো রোনালদো (৪৯৫) ও লিওনেল মেসি (৪৯৬)।

৮২ মিনিটে বার্সার চতুর্থ গোল করেন পাবলো তোরে। তার পাঁচ মিনিট পরই এক গোল শোধ দেয় সেভিয়া। বেলজিয়ামের ১৯ বছর বয়সি তারকা স্ট্যানিস ইদুম্বো মুজাম্বো গোল করেন।

তবে তার পরের মিনিটেই আবারও গোল পেয়ে যায় বার্সেলোনা। বক্সের বাইরে থেকে ফ্রি কিক নেন স্প্যানিশ তরুণ মিডফিল্ডার পাবলো তোরে। যা বক্সে থাকা কোনো খেলোয়াড় স্পর্শ করতে পারেননি আর তা সরাসরি জালে ঢুকে যায়।

১০ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়