শিরোনাম
◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৪, ১১:৪৬ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন নেইমার, খেলবেন চ্যাম্পিয়ন্স লিগে 

স্পোর্টস ডেস্ক: গত বছরের ১৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে হারে ব্রাজিল। সেই ম্যাচেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন সেলেসাও সুপারস্টার নেইমার। এরপর আর তাকে মাঠে দেখেনি ফুটবল ভক্তরা। তবে এবার অপেক্ষার অবসান হতে চলেছে। নেইমারের পায়ের জাদুতে মুগ্ধ হতে আর কিছু সময়ের অপেক্ষা বাকি- এমন আশার বাণীই শুনিয়েছেন আল হিলাল কোচ।

সোমবার (২১ অক্টোবর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নেইমারের ক্লাব আল হিলাল মুখোমুখি হবে আল আইনের। সেই ম্যাচ দিয়েই সবুজ গালিচায় প্রত্যাবর্তনের অপেক্ষায় নেইমার। তবে সেই ম্যাচে নেইমার শুরুর একাদশে থাকবেন কিংবা খেলবেন, এমন নিশ্চয়তা দেননি ক্লাবটির কোচ হোর্হে জেসুস।

জেসুস বলেন, নেইমারের চোট পাওয়ার এক বছর পূর্ণ হলো। চিকিৎসাগত দিক থেকে সে পুরোপুরি সেরে উঠেছে এবং অনুশীলনেও যোগ দিয়েছে। আগামী দুই দিন সবকিছু ইতিবাচক থাকলে দলের পরের ম্যাচে তাকে সংযুক্ত করা হবে।

সৌদি প্রো লিগে নেইমারকে এখনো চুক্তিবদ্ধ করতে পারেনি আল হিলাল। শুধু এএফসি চ্যাম্পিয়নস লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য তাকে নিবন্ধিত করতে পেরেছে সৌদি ক্লাবটি।

অক্টোবরেই ব্রাজিলের জার্সিতে পাওয়া চোট কাটিয়ে গত মাসে আল হিলালের অনুশীলনে ফেরেন নেইমার। বাঁ হাঁটুতে এসিএল চোটের পাশাপাশি দুটি মেনিসকাসও ক্ষতিগ্রস্ত হয়েছিল তার।

২০১০ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় এই সুপারস্টারের। এ পর্যন্ত ব্রাজিলের খেলা ১৯২ ম্যাচের মধ্যে ৬২ ম্যাচে নেইমারকে পায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গেলো এক বছরে নেইমারকে ছাড়া ১৪ ম্যাচ খেলে ৬ জয়, ৫ ড্র ও ৩টি হার ব্রাজিলের। উল্লেখ্য, ক্লাবের হয়ে নেইমারের সবশেষ ম্যাচটি ছিল এএফসি চ্যাম্পিয়নস লিগেই। সেবার নাসাজি মাজানদারানের বিপক্ষে মাঠে দেখা গিয়েছিলো তাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়