শিরোনাম
◈ কেম্যান আইল্যান্ডস ও পাঁচ দেশে শেখ হাসিনার সম্পদের সন্ধান মিলেছে ◈ আইপিএল থেকে সরে দাঁড়িয়ে নিষেধাজ্ঞার মুখে ইংল্যান্ডের হ্যারি ব্রুক ◈ ট্রাম্প একজন ব্যবসায়ী, তাই আমি তাকে বলি: আসুন, আমাদের সঙ্গে চুক্তি করুন, গার্ডিয়ানকে ড. ইউনূস ◈ রোজার ঈদে এবার পাওয়া যাবে না নতুন টাকা ◈ চ্যাম্পিয়নস ট্রফির আয়েজক হয়েও পুরস্কার বিতরণীর মঞ্চে পাকিস্তানের প্রতিনিধি ছিলো না ◈ খেলোয়াড়দের বছরে বেতনবাবদ পিএসজির ব্যয় ৮ হাজার ৬৭৩ কোটি টাকা  ◈ অপরাধে জড়াচ্ছে সমন্বয়করা, ভুয়া সমন্বয়ক পরিচয়ে অপরাধ করছে অনেকে ◈ রমজান মাসে ভারতের গুলমার্গে ফ্যাশন শো! বিধানসভায় নিন্দা ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী ◈ গণবিজ্ঞপ্তি জারি, নতুন দলের নিবন্ধন পেতে ২০ এপ্রিলের মধ্যে আবেদন

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৪, ১২:২৪ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ আবার ফিরেছেন বাংলাদেশ দলে

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের মুশতাক আহমেদ সে দেশে সিরিজের পর ভারত সফরে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন না মুশতাক আহমেদ। তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে আবার বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন এই স্পিন বোলিং কোচ। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে বাংলাদেশে এসেছেন মুশতাক আহমেদ। এসেই বাংলাদেশ দলের অনুশীলনে যুক্ত হয়েছেন। 

শনিবার সকাল থেকে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদদের সঙ্গে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে তাঁকে।

বাংলাদেশ দলের নতুন কোচ ফিল সিমন্সের সঙ্গেও বেশ কিছু সময় কাটিয়েছেন মুশতাক আহমেদ। হয়তো আগামী পরশু থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের রণকৌশল নিয়েই দুজনের আলোচনা। 

বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট অবশ্য আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সুবিধা নেওয়ার আভাস দিয়ে রেখেছে।

যদি তা-ই হয় মিরপুর টেস্টে স্পিন দিয়েই প্রোটিয়াদের কাবু করতে নামবে বাংলাদেশ। সেক্ষেত্রে স্পিন বোলিং কোচ হিসেবে বড় ভূমিকাই থাকবে মুশতাক আহমেদের। সাকিব আল হাসান না থাকায় অবশ্য একাদশ নিয়ে একটু ভাবনা থাকছে। এই অলরাউন্ডার থাকলে তিন স্পিনার নিয়ে একাদশ সাজানোর কাজটা সহজ হয়।

তবে বিকল্প ভাবনাও তৈরি আছে বাংলাদেশ দলের। মিরপুর টেস্টে মিরাজ আর তাইজুলের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে একাদশে দেখা যেতে পারে অফ স্পিনার নাঈম হাসানকে। গত দুই সিরিজে দলের সঙ্গে থাকলেও একাদশে সুযোগ মেলেনি নাঈমের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়