শিরোনাম
◈ হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ নিজ বাসায় খুন ◈ সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে ◈ রাজধানীসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব ◈ কাফির বাড়ি পোড়ানোয় দুই পরিকল্পনাকারী গ্রেপ্তার, জানা গেল তাদের পরিচয় ◈ কেম্যান আইল্যান্ডস ও পাঁচ দেশে শেখ হাসিনার সম্পদের সন্ধান মিলেছে ◈ আইপিএল থেকে সরে দাঁড়িয়ে নিষেধাজ্ঞার মুখে ইংল্যান্ডের হ্যারি ব্রুক ◈ ট্রাম্প একজন ব্যবসায়ী, তাই আমি তাকে বলি: আসুন, আমাদের সঙ্গে চুক্তি করুন, গার্ডিয়ানকে ড. ইউনূস ◈ রোজার ঈদে এবার পাওয়া যাবে না নতুন টাকা ◈ চ্যাম্পিয়নস ট্রফির আয়েজক হয়েও পুরস্কার বিতরণীর মঞ্চে পাকিস্তানের প্রতিনিধি ছিলো না ◈ খেলোয়াড়দের বছরে বেতনবাবদ পিএসজির ব্যয় ৮ হাজার ৬৭৩ কোটি টাকা 

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৪, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোর গোলে আল নাসরের নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক: নির্ধারিত নব্বই মিনিটের শেষ মুহূর্তে রোনালদোর গোলে খেলার দৃশ্যপট পাল্টে যায়। নিশ্চিত ড্র ম্যাচ হয়ে উঠে ভাগ্য নির্ধারিত ম্যাচে। সৌদি প্রো লিগে সকলে যখন মনে করছিল পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হবে আল শাবাব ও আল নাসর, তখনই স্পটকিক থেকে গোল করে শেষ মুহূর্তে আল নাসরকে পূর্ণ পয়েন্ট পাইয়ে দিয়ে মাঠ ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। অথচ ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল আল নাসরই। তবে শেষ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে তারা। 

রোনালদোর গোলে যখন জয়ের স্বপ্নে বিভোর নাসর সমর্থকরা, তখনই ঘটে আরেক বিপত্তি। অতিরিক্ত সময় শেষের আগে আরেকবার পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এবার পেনাল্টি পায় আল শাবাব। তবে আবদেররাজ্জাক হামদাল্লাহ সেই পেনাল্টি মিস করলে জয় নিয়ে মাঠ ছাড়ে নাসর। 

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল শাবাবের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আল নাসর। এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে নাসর। ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে দলটির পয়েন্ট ১৭। ৭ ম্যাচের সবগুলো জিতে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল হিলাল।

নাটকীয় ম্যাচে ৬৯তম মিনিটে গোল করে নাসরকে এগিয়ে দেন আইমেরিক লাপোর্ত। সেই গোলেই ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল নাসর। তবে শেষ মিনিটে আলী আলহাসান আত্মঘাতী গোল করলে ম্যাচে ফেরে আল শাবাব। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ের ৭ম মিনিটে সফল স্পটকিক থেকে গোল করে দলের লিড ২-১ করেন রোনালদো। চ্যানেল২৪

১ হাজার গোলকে পাখির চোখ করা রোনালদোর পেনাল্টি থেকে করা গোলটি তার ক্যারিয়ারের ৯০৭তম গোল। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোলের মাইলফলক ছুঁতে এগিয়ে চলছেন তিনি। আল নাসরের হয়ে এটি রোনালদোর ৫৫তম গোল। দলটির হয়ে ১৫টি অ্যাসিস্টও করেছেন কিংবদন্তি এই ফুটবলার। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়