নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট দলের নতুন অন্তর্বর্তীকালীন কোচ ফিল সিমন্স ঢাকায় পৌঁছে গেছেন। বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে সাউথ আফ্রিকা দলের সঙ্গে একই ফ্লাইটে ঢাকায় অবতরণ করেছেন এই ক্যারিবিয়ান। শুক্রবার সকাল ১০টা থেকে নিজ দায়িত্ব বুঝে নেবেন তিনি।
ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়ে আসার পরই চন্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশ অধ্যায় নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। বাংলাদেশ দলের সা¤প্রতিক পারফরম্যান্স ও অসদাচরণের অভিযোগে তাকে আর বাংলাদেশের কোচ হিসেবে রাখা হচ্ছে না।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ফিল সিমন্সের নাম ঘোষণা করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এর পরদিনই ঢাকায় পা রাখলেন সিমন্স। সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে যাত্রা শুরু করবেন তিনি।