শিরোনাম
◈ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি ◈ আসছে বছর খেলাপি ঋণ ছাড়াতে পারে পাঁচ লাখ কোটি টাকা ◈ বঙ্গবাজারে অগ্নিসংযোগ, তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা ◈ (২৪ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ যে দোয়া ‘জান্নাতের গুপ্তধন’ ◈ সর্বকালের সেরা ধনী ইলন মাস্ক: ফোর্বসের দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: আন্দালিভ রহমান পার্থ ◈ আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? ◈ সাংবাদিক নূরুল কবীরকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৪, ০৭:৫৫ বিকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৪, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাদা ও বাবার পর ইতালি দলে অভিষেক হলো নাতি দানিয়েল মালদিনির

স্পোর্টস ডেস্ক: ইসরায়েলের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচ দিয়ে ইতালি জাতীয় দলে অভিষেক হয়েছে দেশটির কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনির ছেলে দানিয়েল মালদিনির। আর এরই সঙ্গে ইতালির ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো একই পরিবারের তিন প্রজন্মের ফুটবলার জাতীয় দলের হয়ে খেলার কীর্তি গড়েছেন।

সোমবার ঘরের মাঠে ইসরায়েলকে ৪-১ গোলে হারায় ইতালি। ম্যাচের ৭৪তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন দানিয়েল মালদিনি। এ সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন বাবা পাওলো মালদিনি।

এসি মিলানের সাবেক ডিফেন্ডার পাওলো মালদিনির জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়েছিল ৩৬ বছর আগে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে খেলেন ১২৬টি ম্যাচ। তার বাবা সিজার মালদিনি ইতালির হয়ে অভিষেক হয় ১৯৬০ সালে। জাতীয় দলের হয়ে এই ডিফেন্ডার সবশেষ ম্যাচ খেলেন ৬১ বছর আগে।

বাবা-দাদা ডিফেন্ডার হলেও দানিয়েল খেলেন আক্রমণ ভাগে। ইতালির হয়ে অভিষেকের পর ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, “আমি খুশি যে আমার বাবা-মা এখানে এসেছেন। বাড়িতে ফিরে আমরা কথা বলব। এটা আমার জন্য খুবই ইতিবাচক ও বেশ আবেগের মুহূর্ত ছিল। আমি খুব খুশি যে ম্যাচটি ভালো হয়েছে। এখানে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। তবে আমি যতটুকু পারি দলে অবদান রাখতে চাই।"

‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে ৪ ম্যাচে ৩ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালি। আগামী মাসে বেলজিয়ামের মাঠে এবং ফ্রান্সের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়