শিরোনাম
◈ আবারো কালো শকুনদের উৎখাত করতে রাজপথ প্রকম্পিত হবে: হাসনাত আবদুল্লাহ ◈ সমর্থকদের জড়ো করে ফিল্মি স্টাইলে পালিয়ে গেলেন যুবলীগ নেতা সাহাব উদ্দিন ◈ যে কারনে ‘অগ্নিকন্যা’র খেতাব  পেয়েছিলেন মতিয়া চৌধুরী ◈ বেঙ্গালুরুগামী বিমান বোমা হামলার হুমকিতে গেল দিল্লিতে ◈ পরিচয় নিশ্চিত হতে তোলা হলো বিএনপি নেতা হারিছ চৌধুরীর মরদেহ ◈ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী আর নেই ◈ ইসরায়েলের নতুন পরিকল্পনা প্রকাশ, পাল্টা হামলা চালাবে ইরানে   ◈ দাবি আদায়ে ফের উত্তপ্ত সচিবালয়, ৫দফা প্রস্তাবনা ◈ হাইকোর্ট প্রাঙ্গণ ঘেরাও করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (ভিডিও) ◈ চায়ের আমন্ত্রণ জানানো হাইকোর্টের কয়েকজন বিচারপতিকে ছুটিতে পাঠানোর গুঞ্জন

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৪, ০৫:৪৯ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতের বিরুদ্ধে সিরিজ খেলবে বাংলাদেশ, দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ঘরের মাঠে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি তিনদিনের এবং চারটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই সিরিজের আগে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরও চারজনকে।

আরব আমিরাতের বিপক্ষে তিনদিনের এবং প্রথম দুটি ওয়ানডে ম্যাচে বাংলাদেশের যুবাদের নেতৃত্ব দেবেন ঢাকা মেট্রোর কালাম সিদ্দিকী আলিন। সিরিজের শেষ দুই ওয়ানডেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে যশোরের আজিজুল হাকিম তামিম। ১৬ সদস্যের দলে ওপেনার হিসেবে রাখা হয়েছে তিনজনকে।

মানিকগঞ্জের মাজারুল ইসলামের সঙ্গে আছেন টাঙ্গাইলের রিফাত বেগ এবং ঢাকা মেট্রোর জাওয়াদ আবরার। মিডল অর্ডার ব্যাটার হিসেবে আছেন যশোরের আজিজুল হাকিম, কুষ্টিয়ার সামিউন বাশির রাতুল এবং ঢাকা মেট্রোর কালাম সিদ্দিকী। উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে দুজনকে।

রাজশাহীর ফরিদ হোসেন ফয়সালের সঙ্গে থাকছেন গাইবান্ধার মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য। তিন স্পিনারের তালিকায় লালমনিরহাটের লেগ স্পিনার স্বাধীন ইসলাম, ঠাকুরগাঁওয়ের বাঁহাতি স্পিনার রাফিউজ্জামান রাফি ও ব্রাহ্মণবাড়িয়ার বাঁহাতি স্পিনার ইয়াসির আরাফাত। স্কোয়াডে আছেন চার পেসার।

মৌলভীবাজারের আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, চট্টগ্রামের সানজিদ মজুমদার এবং ফরিদপুরের সাদ ইসলাম রাজিন। দলের একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে টাঙ্গাইলের রিজান হোসেন। স্ট্যান্ডবাই হিসেবে দলের সঙ্গে থাকবেন দেবাশীষ সরকার দেবা, ফারহান শাহরিয়ার, শাহরিয়া আল আমিন এবং শাহরিয়াল আজমীর।

আগামী ১৭ অক্টোবর ঢাকায় আসবে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশে আসার পর ২০-২২ অক্টোবর রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে তিনদিনের একটি ম্যাচ হবে। ২৫ এবং ২৭ অক্টোবর একই মাঠে সিরিজের প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। শেষ দুটি ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩০ অক্টোবর ও ১লা নভেম্বর।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মাজারুল ইসলাম, রিফাত বেগ, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, কালাম সিদ্দিকী আলিন, সামিউন বাশির রাতুল, ফরিদ হোসেন ফয়সাল, মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য, স্বাধীন ইসলাম, রাফিউজ্জামান রাফি, ইয়াসির আরাফাত, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, রিজান হোসেন, দেবাশীষ সরকার দেবা, ফারহান শাহরিয়ার, শাহরিয়া আল আমিন এবং শাহরিয়াল আজমীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়