নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানে সফরটা দুর্দান্ত ছিলো বাংলাদেশ দলের। তাদের হোয়াইটওয়াশ করে ইতিহাস সৃষ্টি করেছিলো টাইগাররা। সেই দলই হালে পানি পেলো না ভারত সফরে।
অথচ ভারত সফরে ভালো কিছু করার স্বপ্ন নিয়ে সেখানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচেই হারের মুখ দেখেছে বাংলাদেশ দল। এ ছাড়া কোনো ম্যাচে প্রতিদ্বন্দ্বীতাও করতে পারেনি তারা। অবশেষে ব্যর্থতার মিশন শেষে দেশে ফিরেছে শান্ত বাহিনী।
রোববার (১৩ অক্টোবর) রাতে হায়দরাবাদ থেকে ঢাকা এসে পৌঁছেছে টাইগাররা। দলের সঙ্গে সব ক্রিকেটার এবং কোচিং স্টাফরা ফিরেছেন। মূলত, হায়দরাবাদ থেকে চাটার্ড ফ্লাইটে ফিরেছে টাইগাররা, দলের সঙ্গে এসেছেন তামিম ইকবালও। এ ছাড়া ক্রিকেটারদের রিসিভ করতে বিমান বন্দরে ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
আপনার মতামত লিখুন :