শিরোনাম
◈ আইজকে থিক্যা সব হিসাব কিতাব তুই দিবি, যদি না দ্যাস, তোরে কিন্তু একদম : চাপাতি হাতে সন্ত্রাসী ◈ আফ্রিকার দেশ ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৩৮ ◈ নারী ক্রিকেটারদের জন্য প্রথম শ্রেণির চুক্তি চালু করছে বিসিবি, থাকবে উইনিং বোনাস ◈ গ্রেফতারি পরোয়ানা ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫ ◈ দুই দিন ধরে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী সহ-সমন্বয়ক খালেদ হাসান ◈ বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: আছে দৈনিক ২০০ টাকা ভাতা, যেভাবে আবেদন করবেন ◈ একদিনেই সড়কে ঝরলো ১৮ প্রাণ ◈ আমাদের পাকঘরে উঁকি মারার চেষ্টা করবেন না: ভারতের উদ্দেশ্যে জামায়াতের আমীর ◈ মেছো বিড়াল হত্যার ঘটনায় সামাজিকমাধ্যমে তোলপাড়, গ্রেপ্তার ১

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪, ১১:৪২ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবেশ ও পেশাদারিত্ব না থাকায় বিপিএলে খেলতে আগ্রহী নন ডেভিড ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক: ২০১৯ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সিক্সার্সের হয়ে খেলেছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু সেই আসরের পর বিপিএলের আর কোনও আসরে খেলতে দেখা যায়নি এই অস্ট্রেলিয়ানকে। কেন বিপিএলে খেলতে আসেননি সম্প্রতি সেটার কারণ জানিয়েছেন সাবেক এই অজি ওপেনার।

কয়েকদিন আগেই জিম-আফ্রো টি-টেনে একসঙ্গে খেলেছিলেন ডেভিড ওয়ার্নার এবং সাব্বির রহমান। বাংলাদেশি ব্যাটার সাব্বিরের সঙ্গে ২০১৯ সালের বিপিএলে সিলেটে খেলেন ওয়ার্নার। এবার তার কাছেই বিপিএলে না খেলার কারণ জানিয়েছেন ওয়ার্নার। - ক্রিকফ্রেঞ্জি

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাব্বির রহমান বলেন, আমি, বিজয়, ওয়ার্নার এবং নিশাম সবসময় এক সঙ্গে সকালের নাস্তা করতাম। বিভিন্ন বিষয়ে কথা বলতাম। আমি ওয়ার্নারকে জিজ্ঞেস করেছি যে তুমি আমার সঙ্গে ২০১৯ সালে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছো, এরপর তুমি বিপিএল খেলতে আসোনি কেন?

সে বলেছে, দেখো সাব্বির, তখন একটা পরিবেশ ছিল খেলার জন্য। একসময় এবি ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটাররা তোমাদের এই টুর্নামেন্টে খেলতে যেতো। এখন যে বিপিএল হয় তোমাদের দেশে, ওই পরিবেশে হয় না আসলে। ওরকম পেশাদারিত্ব থাকে না। টুর্নামেন্টটিকে তোমাদের আরও ভালো করতে হবে। পিএসএল বিপিএলের অনেক পরে শুরু হয়েছে। কিন্তু এখন দেখো পিএসএল কোথায় আছে আর বিপিএল কোথায় আছে। কথা শুনে লজ্জা লাগে আসলে।

২০১৯ সালের বিপিএলে ডেভিড ওয়ার্নারের মতো খেলতে এসেছিলেন স্টিভ স্মিথও। তিনি খেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে। ২০১৮ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং কেলেঙ্কারির কারণে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন এই দুজন।

সুযোগ পেয়ে তখন বাংলাদেশে এসেছিলেন এই দুই অজি তারকা। এ ছাড়া সেই আসরে রংপুর রাইডার্সের হয়ে এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলসের মতো তারকা ক্রিকেটাররাও এসেছিলেন। ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল তখন নিয়মিতই বিপিএলে খেলতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়