শিরোনাম
◈ নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন চালু ◈ ২৪ ঘন্টায় রাজধানীতে অভিযান চালিয়ে ২৭ জন ডাকাতসহ গ্রেফতার ২৩৫  ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ ◈ সেনাবাহিনী বিষয়ে ভলকার টুর্কের মন্তব্য নিয়ে যা বলল আইএসপিআর ◈ জুলাই ফাউন্ডেশনে এলো ৩ প্রতারক, ধরা পড়ে গেলো জালিয়াতি! ভিডিও ◈ চাঁপাইনবাবগঞ্জে দু'টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  চালক নিহত   ◈ শিগগিরই নির্বাচনের ব্যাপারে আরও সুনির্দিষ্ট পদক্ষেপ আসবে : অধ্যাপক আলী রীয়াজ ◈ রোহিত শর্মা অবসরে যাচ্ছেন না, খেলবেন ২০২৭ বিশ্বকাপ ক্রিকেট ◈ দুর্বল দলের বিরুদ্ধে কষ্টে জিতলো রিয়াল মাদ্রিদ ◈ বাংলাদেশে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য: সারাহ কুক

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৪, ০১:১৬ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি, ভারতের কাছে বিধস্ত হওয়ার পর অধিনায়কের প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া তৃতীয় ম্যাচ নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, আমার তৃতীয় ম্যাচেও পরিকল্পনা কাজে না লাগাতে পারিরি। তিনি ঘরের মাঠে উইকেট পরিবর্তনের তাগিদ দিয়েছেন।


তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের বোলারদের রীতিমতো কচুকাটা করল ভারত। হায়দরাবাদে রেকর্ড ২৯৭ রান সংগ্রহ করল স্বাগতিকরা। জবাবে ১৬৪ রানে থামল বাংলাদেশ। ১৩৩ রানের বিশাল ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।


৪৭ বলে ১১১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন সাঞ্জু স্যামসন। ৩৫ বলে ৭৫ রানের আরেকটি ঝড়ো ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। এ ছাড়া রায়ান পরাগ ১৩ বলে ৩৪ এবং হার্দিক পান্ডিয়া ১৮ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন।


সবমিলিয়ে বাংলাদেশের বোলারদের ওপর এদিন বাড়তি ঝড় যায়। এক ওভারে স্যামসনকে পাঁচটি ছক্কা দেন রিশাদ হোসেন। শেখ মেহেদী ছাড়া বাংলাদেশের সব বোলারের ইকোনমি রেট ছিল ১২.৭৫ এর উপরে। কেবল মেহেদীর ইকোনমি রেট ছিল কম, সেটাও ১১.২৫!


এমন হতশ্রী পারফরম্যান্সে হতাশ বাংলাদেশের অধিনায়ক শান্ত। এর আগের দুটি ম্যাচে বিশেষ কোনো সময়ে বোলাররা ভালো পারফর্ম করলেও এই ম্যাচে একেবারেই সুবিধা করতে পারেননি। শান্তও তাই আফসোস করলেন।


ম্যাচ শেষে তিনি বলেন, আমরা আমাদের সেরা ক্রিকেট খেলিনি। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করিনি। কয়েক ওভার আমরা কিছু ম্যাচে ভালো বল করেছি কিন্তু আজ আমরা ভালো বোলিং করতে পারিনি। ঘরের মাঠে আমাদের উইকেটে পরিবর্তন আনতে হবে।


খেলোয়াড়দের দায়িত্ব নেয়ার কথাও স্মরণ করিয়ে দেন তিনি, আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে যে আমরা যেকোনো দলের বিপক্ষে প্রতিদ্ব›িদ্বতা করতে পারি। আর খেলোয়াড়দেরও দায়িত্ব নিতে হবে যদি উন্নতি করতে চাই।


ম্যাচে বাংলাদেশের হয়ে ৪২ বলে ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। এ ছাড়া ২৫ বলে ৪২ রান করেন লিটন দাস। এ ছাড়া কেউই সেরকম কিছু করতে পারেননি। হৃদয়ের প্রশংসা করে শান্ত বলেন, 'হৃদয়ের ইনিংসটি দারুণ ছিল। আমাদের টপ অর্ডারকেও রানে ফিরতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়