শিরোনাম
◈ জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান : শামসুজ্জামান দুদু ◈ চলতি দশকে আর্জেন্টিনা ম্যাচ জয়ে শীর্ষে, সেরা বিশে নেই ব্রাজিল, ফ্রান্স ও জার্মানি ◈ বিএনপি নেতা হারিছ চৌধুরীর মরদেহ কবর থেকে উত্তোলনে নির্দেশনা ◈ সাবের হোসেনকে বিদেশিদের চাপে মুক্তি দিয়েছে সরকার: নুর (ভিডিও) ◈ দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন  প্রধান উপদেষ্টা ◈ এবার কারা ঘোষণা করবেন এইচএসসির ফলাফল ◈ ইরান  শত্রু পক্ষকে ঘায়েলে যে কৌশলে আগাচ্ছে ◈ ঢাকায় চাকরির সুযোগ আন্তর্জাতিক সংস্থায় , থাকছে নানা সুবিধা ◈ সাবেক দুই মন্ত্রী রিজার্ভ চুরির মূল হোতাদের বাদ দিতে সিআইডিকে ধমক দিয়েছিলেন (ভিডিও) ◈ বাংলাদেশ থেকে গার্মেন্টসের অর্ডার সরে যাচ্ছে ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশে

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৪, ০৬:৪৭ বিকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটার মোহাম্মদ সিরাজ ভারতীয় পুলিশের ডিএসপি হলেন

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটের ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজকে সে দেশের তেলেঙ্গানার ডিজিপির তত্ত্বাবধানে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) হিসেবে নিযুক্ত করা হয়। শনিবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার, ডিজিপি অফিসে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তেলেঙ্গানার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ জিতেন্দরের সাথে সাক্ষাতের পরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এছাড়া-ও পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী, বার্বাডোসে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ে অবদান রাখার পর সিরাজ নিজ শহরে ফিরে এলে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেভানৎ রেড্ডি, তাকে ৭৮ নম্বর রোড, জুবিলি হিলস, হায়দরাবাদে অবস্থিত একটি জমি উপহার দিয়েছেন।মোহাম্মদ সিরাজ হলেন ডিএসপি, উপহার পেলেন জমি
ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজ। ফাস্ট বোলার হিসেবে ফ্যানদের কাছে বেশ জনপ্রিয় তিনি। সম্প্রতি, ভারতের তেলেঙ্গানার ডিজিপির তত্ত্বাবধানে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) হিসেবে নিযুক্ত করা হয় এই ক্রিকেটারকে। শনিবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার, ডিজিপি অফিসে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তেলেঙ্গানার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ জিতেন্দরের সাথে সাক্ষাতের পরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এছাড়া-ও পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী, বার্বাডোসে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ে অবদান রাখার পর সিরাজ নিজ শহরে ফিরে এলে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেভানৎ রেড্ডি, তাকে ৭৮ নম্বর রোড, জুবিলি হিলস, হায়দরাবাদে অবস্থিত একটি জমি উপহার দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়