শিরোনাম
◈ ইংলিশ লিগে চেলসির জয়, ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল ড্র ◈ শেখ পরিবারের নামে থাকা সেনানিবাসসহ ১৬ সামরিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব ◈ আমি বাসায় এসেছি, ভালো আছি তবে বেশ কিছুদিন নিবিড় পরিচর্যায় থাকতে হবে: পিনাকী ভট্টাচার্য ◈ মাগুরায় শিশু ধর্ষণ: প্রধান আসামি হিটু শেখ ৭ দিনের রিমান্ডে ◈ পুরস্কার বিতরণে জায়গা হয়নি আয়োজক পাকিস্তানের, ক্ষুব্ধ শোয়েব ◈ স্টারলিংক বাংলাদেশে অর্থনীতি ও নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত খুলে দেবে: বিশেষজ্ঞদের মত ◈ বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ, তীব্র যানজট ◈ নারী ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ড হবে পাকিস্তানে  ◈ পাকিস্তানে গিয়ে ভারতীয় ব্যাটারদের খেলতে না পারা আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি ◈ অর্থের উৎস নিয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ, সংগঠনগুলোর আয়ের উৎস কী?

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৪, ০২:৩১ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হৃদয় এর বরিশাল

স্পোর্টস ডেস্ক: তামিম ইকবাল খানকে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য রিটেইন করেছে ফ্রাঞ্চাইজি ফরচুন বরিশাল। অধিনায়ক হিসেবেও থাকছেন বাঁহাতি এই ওপেনার। এবার সরাসরি চুক্তিতে তাওহীদ হৃদয়কে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

২০২৩ সালে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে টি-টোয়েন্টির সামর্থ্য দেখিয়ে বিপিএলের হটকেক হয়ে উঠেছেন হৃদয়। ১২ ইনিংসে চারশর বেশি রান করার পরের মৌসুমে ডানহাতি ব্যাটারকে কোটি টাকায় দলে ভেড়ায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের সবচেয়ে সফলতম দলের হয়ে সবশেষ আসরে ১৪ ম্যাচে ৪৬২ রান করেছিলেন হৃদয়। এমন পারফরম্যান্সের পর নিশ্চিতভাবে কুমিল্লাতে থাকার কথা ছিল তার।

যদিও বিপিএলের আগামী মৌসুমে কুমিল্লার হয়ে খেলা হচ্ছে না তরুণ ব্যাটারের। কুমিল্লার কর্ণধার দেশের বাইরে থাকায় দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিচ্ছে না তারা। এমতাবস্থায় এবারের আসরে নতুন দলের জার্সিতে খেলবেন হৃদয়, এটা পুরোপুরি নিশ্চিতই ছিল। প্লেয়ার্স ড্রাফটের আগেই অবশ্য নিজের গন্তব্য চূড়ান্ত করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে চ্যাম্পিয়ন বরিশালের হয়ে খেলবেন হৃদয়।

পুরনো ফ্র্যাঞ্চাইজি হিসেবে দেশি ক্রিকেটারদের মাঝে একজনকে সরাসরি চুক্তিতে এবং দুজনকে রিটেইন করতে পারবে বরিশাল। সেটার ফায়দা নিয়েই হৃদয়কে দলে টেনেছে তারা। তামিমের থেকে যাওয়ার খবর নিশ্চিত করলেও অন্য আরেকজন কাকে রেখে দিচ্ছে সেটা জানায়নি তারা। তবে গুঞ্জন আছে মুশফিকুর রহিমকে রিটেইন করতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিকে প্রথমবারের মতো বরিশালকে চ্যাম্পিয়ন করতে অধিনায়ক হিসেবে যেমন সফল ছিলেন তেমনি ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন তামিম। পুরো টুর্নামেন্টে ১৫ ম্যাচে সর্বোচ্চ ৪৯২ রান করেছিলেন বাঁহাতি এই ওপেনার। যেখানে তামিম রান করেছিলেন ১২৭.১৩ স্ট্রাইক রেটে। এমন পারফরম্যান্সে বিপিএলের সেরা ক্রিকেটারও হয়েছিলেন তিনি।

বরিশালের মতো সরাসরি চুক্তিতে ঢাকা ক্যাপিটালস দলে নিয়েছে মুস্তাফিজুর রহমান এবং তানজিদ হাসান তামিমকে। ১১ বছর পর বিপিএলে ফেরা চিটাগং কিংস সরাসরি চুক্তিতে দলে টেনেছে সাকিব আল হাসান ও শরিফুল ইসলামকে। দেশিদের পাশাপাশি বরিশাল, চিটাগং ও ঢাকা বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে। যেখানে আছে অ্যালেক্স হেলস, মঈন আলী ও ডেভিড মিলারের মতো ক্রিকেটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়