শিরোনাম
◈ ২৪ ঘণ্টার মধ্যেই মুচলেকায় ছাড়া পাওয়া সেই নারী গ্রেপ্তার ◈ শেখ হাসিনার আমলে পাচারের টাকা ফিরিয়ে আনতে হচ্ছে আইন : প্রেস সচিব (ভিডিও) ◈ নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন চালু ◈ ২৪ ঘন্টায় রাজধানীতে অভিযান চালিয়ে ২৭ জন ডাকাতসহ গ্রেফতার ২৩৫  ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ ◈ সেনাবাহিনী বিষয়ে ভলকার টুর্কের মন্তব্য নিয়ে যা বলল আইএসপিআর ◈ জুলাই ফাউন্ডেশনে এলো ৩ প্রতারক, ধরা পড়ে গেলো জালিয়াতি! ভিডিও ◈ চাঁপাইনবাবগঞ্জে দু'টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  চালক নিহত   ◈ শিগগিরই নির্বাচনের ব্যাপারে আরও সুনির্দিষ্ট পদক্ষেপ আসবে : অধ্যাপক আলী রীয়াজ ◈ রোহিত শর্মা অবসরে যাচ্ছেন না, খেলবেন ২০২৭ বিশ্বকাপ ক্রিকেট

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৪, ০৯:২৩ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৪, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাফুফের সভাপতি পদের মনোনয়ন ফরম কিনলেন তাবিথ আউয়াল 

স্পোর্টস ডেস্ক: সাবেক ফুটবলার তাবিথ আউয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতার কথা আগেই জানিয়েছিলেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) নির্বাচনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন তিনি। এদিন দুপুরে তার প্রতিনিধি ফুটবল ভবন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন।


বুধবার (৯ অক্টোবর) মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিনে সভাপতি পদে ফরম নেননি কেউ। তবে সিনিয়র সহসভাপতি পদে ইমরুল হাসান, সহসভাপতি পদে চারজন ও সদস্য পদে ২০টি ফরম বিক্রি হয়। 
সব মিলিয়ে আসন্ন নির্বাচনের জন্য প্রথম দিন ২৫টি মনোনয়ন ফরম বিক্রি করে বাফুফে। বৃহম্পতিবার দ্বিতীয় দিন বিকেল ৫টা পর্যন্ত চলে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম।

আগামী ১৪ ও ১৫ মনোনয়নপত্র দাখিল করা যাবে। আর মনোনয়নপত্র যাচাই হবে ১৬ অক্টোবর। মনোনয়নপত্র নিয়ে কারও কোনো আপত্তি থাকলে ১৭ অক্টোবর সেটা নিষ্পত্তি করা হবে। আপিল শুনানির তারিখ ১৮ অক্টোবর।  মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ১৯ ও ২০ অক্টোবর দুপুর পর্যন্ত সময় পাবেন প্রার্থীরা। ২০ অক্টোবর বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। সবশেষ ২৬ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।


এবারও সভাপতি পদে ১ লাখ, সিনিয়র সহসভাপতি পদে ৭৫ হাজার, সহসভাপতি পদে ৫০ ও সদস্য পদে ২৫ হাজার টাকা মনোনয়ন পত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে বাফুফের নির্বাহী কমিটির বৈঠকে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়। এবার নির্বাচন হবে ১৩৩ ভোটের। যদিও ১৩৭ ডেলিগেটের নাম জমা পড়ে বাফুফেতে। কিন্তু অভিযোগ থাকায় বাদ পড়ে ফেনী, শেরপুর, গোপালগঞ্জ ও লালমনিরহাট জেলা।

নিয়ম অনুযায়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি ২১ জনের। সভাপতি, সিনিয়র সহসভাপতি, ৪ জন সহসভাপতি ও ১৫ জন নির্বাহী সদস্য মনোনীত কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়