শিরোনাম
◈ দুই মাসে নির্যাতিত ২৯৪ নারী, ধর্ষণের শিকার ৯৬ ◈ জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা দেবে এসএসএফ ◈ তিন মাসে ৩ দেশ সফরে যাবেন ড. ইউনূস ◈ নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনার প্রতি জোর: ভারত 'অন্তর্ভুক্তিমূলক' নির্বাচনের আহ্বান জানিয়েছে: টেলিগ্রাফের প্রতিবেদন ◈ সরকার সাবেক ৬৪ সচিবের আমলনামা যাচাই করবে ◈ ব্যবসায়ীকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট ◈ সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা হচ্ছে! ◈ ধনী মনে করে বিয়েতে রাজি হওয়ার পর সর্বস্ব লুটে ! ◈ এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের চ্যাম্পিয়ন হলো ভারত ◈ তামিম ইকবালের অপরাজিত শতকে মোহামেডানের বড় জয় 

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৪, ১১:৪৬ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাফুফের নির্বাচনের মনোনয়নপত্র কেনা যাবে ৯ অক্টোবর থেকে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আগামী ২৬ অক্টোবর। সোমবার (৭ অক্টোবর) বাফুফের পক্ষ থেকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহীরা আগামী ৯, ১০ ও ১২ অক্টোবর মনোনয়নপত্র কিনতে পারবেন। জমা দেয়ার শেষ সময় ১৪ ও ১৫ অক্টোবর। বাফুফের পক্ষ থেকে মনোনয়নপত্র বাছাই করা হবে ১৬ অক্টোবর। কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে ১৯ ও ২০ অক্টোবর সেটি করতে পারবেন। চূড়ান্ত ভোটগ্রহণ হবে ২৬ অক্টোবর।

নির্বাচনকে সামনে রেখে বাফুফের কার্যনির্বাহী কমিটির ১১তম সভায় গঠিত হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে মেজবাহউদ্দিনকে। এর আগের চার নির্বাচনেও তিনি একই দায়িত্বে ছিলেন। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এহসানুর রহমান। 

পদ অনুযায়ী মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। সভাপতি পদের মনোনয়নপত্র ১ লাখ টাকা, সিনিয়র সহ-সভাপতি ৭৫ হাজার টাকা, সহ-সভাপতি ৫০ হাজার টাকা এবং সদস্য পদের জন্য ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। 

সভায় অনুমোদন পেয়েছে আসন্ন নির্বাচনের ১৩৩ জন কাউন্সিলরের তালিকা। নির্বাচনে অংশ নেবেন না বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। সভাপতি হওয়ার জন্য লড়াই করবেন তরফদার রুহুল আমিন ও তাবিথ আউয়াল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়