শিরোনাম
◈ সমাজের উচ্চ পর্যায়ের যারা দুর্ঘটনা ঘটায় তাদের বিচার হয় না: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ◈ সন্দেহজনকভাবে অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার ◈ নতুন প্রযুক্তি আসছে ব্যাটারিচালিত রিকশায় ◈ মোবাইল ফোন রক্ষা করতে গিয়ে ছিনতাইকারীদের হাতে খুন হন কামরুল হাসান, জড়িত ২ কিশোর গ্রেপ্তার ◈ শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার কারণে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি : এবিসির রিপোর্ট ◈ চাঁদাবাজদের তালিকা তৈরি হচ্ছে , ২-৩ দিনের মধ্যেই অভিযান: ডিএমপি কমিশনার ◈ সাংবাদিকদের জন্য বিপজ্জনক ভারত! ◈ দেড় শতাধিক নিহতের দাবি তাবলীগের দুই গ্রুপের সংঘর্ষে, যা জানালো রিউমর স্ক্যানার ◈ সাগরে নিম্নচাপ: শীত ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৪, ১১:৪৪ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডের মঈন আলী চট্টগ্রামের হয়ে বিপিএলে খেলবেন

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নাকি চিটাগং কিংস? বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা কারা পাচ্ছে তা নিয়ে ছিল সংশয়। কিন্তু শেষ পর্যন্ত সব সংশয় দূর করে ২০১৩ সালের পর আবারও বিপিএলে ফিরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বিপিএলে খেলা নিশ্চিত করেই একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার তারা দলে ভিড়িয়েছে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে। অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এরই মধ্যে বিদেশি খেলোয়াড় হিসেবে তারা দলে নিয়েছে হায়দার আলী, উসমান খান ও অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। এদিকে আলোচনা চলছে পাকিস্তানের আরেক ক্রিকেটার ওয়াসিম জুনিয়রের সঙ্গেও। দেশি ক্রিকেটারদের মধ্যে লিটন দাসকে সরাসরি দলে ভেড়াতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। - ক্রিকফ্রেঞ্জি

কদিন আগেই ক্রিকফ্রেঞ্জিকে সেই ইচ্ছের কথা জানিয়েছিলেন দলটির অংশীদার সামির কাদের চৌধুরি। দলটির কোচিং প্যানেলেও থাকছে বড় চমক। চট্টগ্রাম এরই মধ্যে বাংলাদেশের সাবেক স্পিনার ও বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়রকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। আর দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন শন টেইট।

এই বিষয়ে সামির কাদের চৌধুরি বলেছিলেন, 'আমরা ইতোমধ্যে শন টেইটকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছি, সহকারী কোচ হিসেবে থাকবেন এনামুল হক জুনিয়র। তাছাড়া বাকি যে টাকাগুলো বাকি ছিল তা আমরা দ্রুতই পরিশোধ করে দিব, বিসিবির সঙ্গে আলোচনা করেছি।

এদিকে বাংলাদেশের আরেক স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনকেও পছন্দের তালিকায় রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। খুব দ্রুতই এটাও নিশ্চিত করবে কিংস। আগামী ১৪ অক্টোবর হতে যাওয়া ড্রাফটের আগেই সবকিছু চূড়ান্ত করে ফেলবে তারা। সেক্ষেত্রে বড় কিছু নামও আরও যোগ করবে ফ্র্যাঞ্চাইজিটিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়