স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের মেগা নিলাম ভারতের বাহিরে বসবে। টুর্নামেন্টটির ব্যাপক প্রচারের জন্য দেশের বাহিরে নিলামের পরিকল্পনা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা। প্রাথমিকভাবে বিসিসিআইয়ের কর্তাদের পছন্দ ছিল দুবাই। যদিও পছন্দের তালিকায় সংযুক্ত আরব আমিরাতের শহর এখন তৃতীয় স্থানে।
এবার আইপিএলের পূর্ণ নিলাম হবে। ১০ দলই নতুন টিম তৈরি করবে। দু’দিন ধরে চলবে গোটা প্রক্রিয়া। নিলামের জন্য বিসিসিআই কর্তারা প্রথমে দুবাইয়ের কথা ভেবেছিলেন। দুবাইয়ে ভারতীয় ক্রিকেটের জনপ্রিয়তার কথা মাথায় রেখে সংযুক্ত আরব আমিরাতের শহরটির কথা ভাবেন তারা। পরে সৌদি আরবের দুই শহরের কথা ভাবেন বোর্ড কর্তারা।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের নিলাম হতে পারে সৌদি আরবের রাজধানী রিয়াদ বা জেদ্দায়। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তালিকায় রয়েছে লন্ডনও। তবে লন্ডরের সম্ভাবনা কম।
এদিকে আসন্ন নিলামের আগে কোন দল কোন ক্রিকেটারদের ধরে রাখবে, তা জানাতে হবে ৩১ অক্টোবরের মধ্যে। আইপিএলের নিলাম হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে। চলতি মাসের মধ্যে সব কিছু চূড়ান্ত করে ফেলতে চাইছেন বিসিসিআইয়ের কর্তারা। নিলামের স্থান এবং দিন জানা যাবে তারপরই।
আপনার মতামত লিখুন :