কোরিয়ার চুনচেওনে বিশ্ব তায়কোয়ান্দো জুনিয়র চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে ইরানের জন্য দ্বিগুণ আনন্দ বয়ে এনেছে মেয়েরা। এদিন ইরান থেকে পার্নিয়ান নুরি ও আয়নাজ নাসিরি দুটি স্বর্ণপদক জিতেছে৷
নুরি মেয়েদের -৫২ কেজির ফাইনালে চীনের ইনুও জুকে পরাজিত করে। প্রতিপক্ষকে হারিয়ে প্রথম জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরতে সক্ষম হয় সে।
অন্যদিকে, নাসিরি মেয়েদের -৫৯ কেজিতে কাজাখস্তানের নুরায়ে কাজনাবেককে হারিয়ে স্বর্ণ পদক ঘরে তোলে।
তুরস্কের সিলা ইরমাক উজুনকাভদার ও স্পেনের নোয়া রোমেরো ফার্নান্দেজ -৫২ কেজি ওজন বিভাগে এবং কানাডার এলা ব্রুস্টার ও ক্রোয়েশিয়ার মারিজা উগলেসিচ -৫৯ কেজিতে ব্রোঞ্জ পদক পেয়েছে।
১ থেকে ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া চুনচেওনে চ্যাম্পিয়নশিপে ইরান ১৬ জন ছেলে ও মেয়ে তায়কোয়ান্দো ক্রীড়াবিদকে পাঠিয়েছে। সূত্র: তেহরান টাইমস
আপনার মতামত লিখুন :