শিরোনাম
◈ জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা দেবে এসএসএফ ◈ তিন মাসে ৩ দেশ সফরে যাবেন ড. ইউনূস ◈ বাংলাদেশের নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনার প্রতি জোর: ভারত 'অন্তর্ভুক্তিমূলক' নির্বাচনের আহ্বান জানিয়েছে: টেলিগ্রাফের প্রতিবেদন ◈ সরকার সাবেক ৬৪ সচিবের আমলনামা যাচাই করবে ◈ ব্যবসায়ীকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট ◈ সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা হচ্ছে! ◈ ধনী মনে করে বিয়েতে রাজি হওয়ার পর সর্বস্ব লুটে ! ◈ এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের চ্যাম্পিয়ন হলো ভারত ◈ তামিম ইকবালের অপরাজিত শতকে মোহামেডানের বড় জয়  ◈ ঢাবি শিক্ষার্থীদের ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ (ভিডিও)

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৪, ০৪:২৮ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ দুঃসংবাদ পেল বাংলাদেশ হামজাকে নিয়ে 

ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। দীর্ঘদিন ধরেই তার বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া চলছে। এরই মধ্যে বাংলাদেশি পাসপোর্ট পেয়ে গেছেন তিনি। বাফুফের চাওয়া ছিল, নভেম্বর উইন্ডোতেই লাল-সবুজ জার্সিতে খেলতে নামবেন হামজা। তবে এরই মধ্যে তাকে নিয়ে শুনতে হলো দুঃসংবাদ।

কাঁধের হাড় নড়ে গেছে হামজার। লেস্টারের হয়ে অনুশীলনের সময় এই চোট পেয়েছেন ২৭ বছরের এই মিডফিল্ডার। হামজার চোটের কথা নিশ্চিত করেছেন লেস্টার সিটির কোচ স্টিভ কুপারও। তবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে সেটি এখনো বলা যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি। 

কুপার বলেন, ‘কাঁধ নড়ে যাওয়াটা অবশ্যই মারাত্মক একটি ইনজুরি। আশা করি এটা যেমন ভাবছি অতটা গুরুতর হবে না। আসলে কিছু করার ছিল না। আমরা এখনো এটা নিয়ে কাজ করছি। কতদিন সে বাইরে থাকবে জানি না। সপ্তাহ নাকি মাসের ব্যাপার, এটা এখনো জানি না।’

লেস্টার কোচ আরও বলেন, ‘এটা একটি স্বাভাবিক দ্বৈরথ ছিল, কোনো ফাউল ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত তার কাঁধ একটি খারাপ পজিশনে পড়ে যায়। আমি তার যাত্রাকে সম্মান করি এবং সে যেমন খেলোয়াড় ও মানুষ তাকে সম্মান করি। সে সবার কাছে জনপ্রিয় একজন মানুষ। যেকোনো ক্লাবে এমন খেলোয়াড় থাকা সবসময়ই গুরুত্বপূর্ণ।’

এর আগে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানান, হামজাকে পেতে যা যা করণীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে এখন শেষ ধাপে রয়েছে বাফুফে। এবার ফিফার সবুজ সংকেত পেলেই বাংলাদেশের লাল-সবুজের জার্সি গায়ে খেলতে পারবেন হামজা। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছে বাফুফে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়