শিরোনাম
◈ জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা দেবে এসএসএফ ◈ তিন মাসে ৩ দেশ সফরে যাবেন ড. ইউনূস ◈ বাংলাদেশের নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনার প্রতি জোর: ভারত 'অন্তর্ভুক্তিমূলক' নির্বাচনের আহ্বান জানিয়েছে: টেলিগ্রাফের প্রতিবেদন ◈ সরকার সাবেক ৬৪ সচিবের আমলনামা যাচাই করবে ◈ ব্যবসায়ীকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট ◈ সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা হচ্ছে! ◈ ধনী মনে করে বিয়েতে রাজি হওয়ার পর সর্বস্ব লুটে ! ◈ এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের চ্যাম্পিয়ন হলো ভারত ◈ তামিম ইকবালের অপরাজিত শতকে মোহামেডানের বড় জয়  ◈ ঢাবি শিক্ষার্থীদের ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ (ভিডিও)

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৪, ১১:৪২ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে নেই কেমার রোচ ও চন্দরপল

স্পোর্টস ডেস্ক: ২০২৪-২৫ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট (সিডব্লিউআই)। আলাদা আলাদা ফরম্যাটের নয়, ক্রিকেটারদের জন্য এক এবং দুই বছরের আলাদা চুক্তি করেছে দেশটির ক্রিকেট বোর্ড। 

কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শুরু হবে চলতি বছরের এক অক্টোবর থেকে, পৃথক পৃথক মেয়াদে সেটি চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৫ এবং ৩০ সেপ্টেম্বর ২০২৬ সাল পর্যন্ত। মোট ১৫ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে সিডব্লিউআই। এদের মধ্যে ছয়জন ক্রিকেটারকে রাখা হয়েছে দুই বছরের চুক্তিতে।

তারা হলেন শাই হোপ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি এবং জেইডেন সিলস। আর এক বছরের চুক্তিতে রাখা হয়েছে অ্যালিক আথানাজে, ক্রেইগ ব্র্যাথওয়েট, কেসি কার্টি, রস্টন চেজ, জশুয়া দা সিলভা, কাভেম হজ, আকিল হোসেইন, রোমারিও শেফার্ড এবং রভম্যান পাওয়েলকে।

এক বছরের চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে প্রথমবার চুক্তিভুক্ত হলেন কাভেম হজ। এবারের চুক্তিতে নতুনভাবে যুক্ত হয়েছেন রস্টন চেজ। বিস্ময়করভাবে এই চুক্তি থেকে বাদ পড়েছেন ক্যারিবিয়ান ফাস্ট বোলার কেমার রোচ। ত্যাগনারায়ণ চন্দরপলকেও কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেই তাদের সঙ্গে চুক্তি করেছে বোর্ড। যেসব ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগ্রহ দেখিয়েছেন, তাদেরও বাধা দেয়া হয়নি।
ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তির তালিকা-

দুই বছরের চুক্তি- শাই হোপ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি এবং জেইডেন সিলস।

প্রথম বছরের চুক্তি- অ্যালিক আথানাজে, ক্রেইগ ব্র্যাথওয়েট, কেসি কার্টি, রস্টন চেজ, জশুয়া দা সিলভা, কাভেম হজ, আকিল হোসেইন, রোমারিও শেফার্ড এবং রভম্যান পাওয়েল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়