শিরোনাম
◈ সমাজের উচ্চ পর্যায়ের যারা দুর্ঘটনা ঘটায় তাদের বিচার হয় না: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ◈ সন্দেহজনকভাবে অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার ◈ নতুন প্রযুক্তি আসছে ব্যাটারিচালিত রিকশায় ◈ মোবাইল ফোন রক্ষা করতে গিয়ে ছিনতাইকারীদের হাতে খুন হন কামরুল হাসান, জড়িত ২ কিশোর গ্রেপ্তার ◈ শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার কারণে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি : এবিসির রিপোর্ট ◈ চাঁদাবাজদের তালিকা তৈরি হচ্ছে , ২-৩ দিনের মধ্যেই অভিযান: ডিএমপি কমিশনার ◈ সাংবাদিকদের জন্য বিপজ্জনক ভারত! ◈ দেড় শতাধিক নিহতের দাবি তাবলীগের দুই গ্রুপের সংঘর্ষে, যা জানালো রিউমর স্ক্যানার ◈ সাগরে নিম্নচাপ: শীত ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৪, ১১:১৫ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরাজয় থেকে রক্ষা পেলো ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক: ইউরোপা লিগে পোর্তোর জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলো, ঠিক সেই মুহূর্তে অঘটন ঘটালেন হ্যারি ম্যাগুয়ার। শেষ মুহূর্তে গোল করে নিজের ১০ জনের দল ম্যানচেস্ট ইউনাইটেডকে পরাজয় থেকে রক্ষা করলেন। শেষ পর্যন্ত খেলা ৩-৩ গোলে ড্র মেনে মাঠ ছাড়ে উভয় দল। এর ফলে ২ ম্যাচে ২ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের ২১তম অবস্থানে উঠে এসেছে রেড ডেভিলরা।

এস্টাদিও দো দ্রাগাও স্টেডিয়ামে পোর্তোর মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের পাশাপাশি ইউরোপা লিগেও ছন্দে নেই রেড ডেভিলরা।

ম্যাচের শুরুতে ইউনাইটেড রক্ষণের ওপর চাপ বাড়ায় পোর্তো। তবে ম্যাচে প্রথম গোল তুলে নেয় ম্যানচেস্টার। সাত মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাসমশ হলান্ড। পোর্তো ব্যবধান কমায় সাতাশ মিনিটে। ব্রাজিলিয়ান পেপে সুযোগ কাজে লাগিয়ে বল জড়িয়ে দেন জালে। ৩৪ মিনিটে স্কোরলাইন ২-২ করেন ওমরদিওন।

দ্বিতীয়ার্ধে জমে যায় ম্যাচ। ৫০ মিনিটে ওমরদিওনের গোলে ৩-২ গোলে লিড নেয় পোর্তো। ৮১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে উঠে যেতে হয় ব্রুনো ফার্নান্দেজকে। ১০ জনের দলে পরিণত হয় ইউনাইটেড। অবশেষে খেলার ৯১ মিনিটে এরিকসনের কর্নার থেকে গোল করে রেড ডেভিলদের ১ পয়েন্ট এনে দেন হ্যারি ম্যাগুয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়