শিরোনাম
◈ দুই মাসে নির্যাতিত ২৯৪ নারী, ধর্ষণের শিকার ৯৬ ◈ জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা দেবে এসএসএফ ◈ তিন মাসে ৩ দেশ সফরে যাবেন ড. ইউনূস ◈ নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনার প্রতি জোর: ভারত 'অন্তর্ভুক্তিমূলক' নির্বাচনের আহ্বান জানিয়েছে: টেলিগ্রাফের প্রতিবেদন ◈ সরকার সাবেক ৬৪ সচিবের আমলনামা যাচাই করবে ◈ ব্যবসায়ীকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট ◈ সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা হচ্ছে! ◈ ধনী মনে করে বিয়েতে রাজি হওয়ার পর সর্বস্ব লুটে ! ◈ এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের চ্যাম্পিয়ন হলো ভারত ◈ তামিম ইকবালের অপরাজিত শতকে মোহামেডানের বড় জয় 

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ১০:১৫ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: কদিন পরেই শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরের আগে প্রথম প্রস্তুতি ম্যাচেই হোঁচট খেয়েছিল বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৩ রানে হেরেছিল তারা। অবশ্য দ্বিতীয় ম্যাচেই চমক দেখিয়ে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

এই ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪০ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশের নারী দল। জবাবে খেলতে নেমে ১১৭ রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান। মূলত দলীয় নৈপুণ্যেই পাকিস্তানকে অল আউট করে টাইগ্রেসরা। - ক্রিকফ্রেঞ্জি

মারুফা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান ও স্বর্ণা আক্তার নেন দুটি করে উইকেট একটি উইকেট পান নাহিদা আক্তার। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেলেন ওমাইমা সোহেল। আর দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান এসেছে ওপেনার গুল ফিরোজার ব্যাট থেকে।

শুরু থেকেই পাকিস্তানের ব্যাটারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হাঁসফাঁস করতে বাধ্য করিয়েছেন বাংলাদেশের বোলাররা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিলে আর বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি পাকিস্তান। এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।

ব্যাট হাতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি দিলারা আক্তার ও সাথী রানী। ৩৩ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দিলারা ১০ রান করে ফিরে যান।

এরপর ওয়ান ডাউন ব্যাটার সোবহানা মোস্তারি ১৫ রানের বেশি করতে পারেননি। একপ্রান্ত আগলে রেখে ২৩ রানের ইনিংস খেলেন রানী। এরপর অধিনায়ক নিগার সুলতানার ১৮, তাজ নাহারের ১৭ রানে লড়াইয়ের সাহস পায় বাংলাদেশ।

শেষদিকে ১৭ বলে ২৮ রানের ক্যামিও খেলেছেন স্বর্ণা। তাকে আর কেউ যোগ্য সঙ্গ দিতে না পারলেও তাতেই বাংলাদেশের লড়াইয়ের সংগ্রহ নিশ্চিত হয়ে যায়। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন সাদিয়া ইকবাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়