স্পোর্টস ডেস্ক: যশস্বী জয়সোয়াল ও রোহিত শর্মার তা-বে টেস্টে দ্রুততম দলীয় ফিফটির রেকর্ড গড়েছে ভারত। বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্টের প্রথম ইনিংসে এই কীর্তি গড়েছেন এই দুই ওপেনার।
সোমবার ম্যাচের চতুর্থ দিন মাত্র ৩ ওভারে ৫০ রান পূর্ণ করে ভারত। ভেঙে দেয় গত জুলাইয়ে ইংল্যান্ডের গড়া রেকর্ড। নটিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ ওভার ২ বলে দলীয় ৫০ রান পূর্ণ করে ইংলিশরা।
হাসান মাহমুদের করা প্রথম ওভারে ব্যাটিং তা-বের শুরুটা করেন জয়সোয়াল। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে পরপর তিনটি চার হাঁকিয়ে ১২ রান তোলেন এই বাঁহাতি ওপেনার।
প্রথমবারের মতো সিরিজে খেলতে নামা খালেদ আহমেদের পরের ওভারের শুরুটা পরপর দুই ছক্কা হাঁকিয়ে করেন রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটের ইতিহাসের চতুর্থ ব্যাটার হিসেবে নিজের খেলা প্রথম দুই বলে ছক্কা হাঁকানোর কীর্তি গড়েন ভারত অধিনায়ক। এই ওভার থেকে আসে মোট ১৭ রান।
তৃতীয় ওভারে হাসানের ওপর পালা করে ঝড় তোলেন রোহিত ও জয়সোয়াল। দ্বিতীয় বলে ছক্কা হাঁকানো রোহিত পরের বলে স্ট্রাইক দেন জয়সোয়ালকে। ওভারের শেষ তিন বলে ৬, ৪, ৪ হাঁকিয়ে দলীয় ফিফটি পূরণ করেন এই উদীয়মান ব্যাটার। এই ওভার থেকে আসে ২২ রান। আর প্রথম তিন ওভারে স্বাগতিকরা তোলে ৫১ রান।
আপনার মতামত লিখুন :