শিরোনাম
◈ জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা দেবে এসএসএফ ◈ তিন মাসে ৩ দেশ সফরে যাবেন ড. ইউনূস ◈ বাংলাদেশের নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনার প্রতি জোর: ভারত 'অন্তর্ভুক্তিমূলক' নির্বাচনের আহ্বান জানিয়েছে: টেলিগ্রাফের প্রতিবেদন ◈ সরকার সাবেক ৬৪ সচিবের আমলনামা যাচাই করবে ◈ ব্যবসায়ীকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট ◈ সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা হচ্ছে! ◈ ধনী মনে করে বিয়েতে রাজি হওয়ার পর সর্বস্ব লুটে ! ◈ এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের চ্যাম্পিয়ন হলো ভারত ◈ তামিম ইকবালের অপরাজিত শতকে মোহামেডানের বড় জয়  ◈ ঢাবি শিক্ষার্থীদের ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ (ভিডিও)

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৭ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টির দল ঘোষণা, ফিরলেন মিরাজ, বাদ সৌম্য

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ১৪ মাস পর এই ফরম্যাটর দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

রোববার সন্ধ্যায় নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। দলে আছেন চোটের কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে না পারা পেসার শরিফুল ইসলাম। রাকিবুল ছাড়াও ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের আরেক সদস্য ওপেনার পারভেজ হোসেন ইমনও দলে আছেন।

এর আগে গত বছর জুলাইয়ে জাতীয় দলের জার্সি গায়ে সবশেষ টি-টুয়েন্টিতে খেলেছিলেন মিরাজ। ছিলেন না টি টোয়েন্টি বিশ্বকাপের দলেও। সেই দল থেকে সৌম্য ছাড়াও বাদ পড়েছেন স্পিনার তানভীর ইসলাম।

এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান পরবর্তী যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার কানপুরে টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন দেশসেরা এই ক্রিকেটার।

আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে শান্তর দল। গত জুনে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটিই হবে এই ফরম্যাটে বাংলাদেশের প্রথম ম্যাচ। ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।

ভারতের বিপক্ষে সিরিজে বাংলাদেশের টি-টোয়েন্টি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, লিটন দাস, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও রাকিবুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়