শিরোনাম
◈ নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার ◈ শেয়ারবাজারে এক সপ্তাহে মূলধন কমেছে ২২ হাজার কোটি টাকা ◈ মধ্যরাতে ঢাবিতে ধর্ষণবিরোধী মঞ্চের ঘোষণা, উত্থাপিত হয়েছে ২ দফা দাবি (ভিডিও) ◈ অক্সিলারি ফোর্স কী? হঠাৎ ঢাকায় কেন এই ফোর্স নিয়োগ দিচ্ছে পুলিশ? ◈ আগামী ২০ এপ্রিল বাংলাদেশে-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট ◈ ঈদে ৯ দিন ছুটি মিলবে যেভাবে  ◈ ৪ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজড করার নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ অবৈধ সম্পদ জব্দ করতে অন্তর্বর্তী সরকারকে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জাতিসংঘের ◈ ইজিবাইক চুরির অপবাদে যুবদলকর্মীর হাত-পা ভেঙে দিলেন আওয়ামী লীগ নেতা ◈ বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রাজনাথ সিং

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৫৯ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানপুর টেস্টে খেলবেন সাকিব, শঙ্কা উড়িয়ে দিলেন  কোচ হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক: চেন্নাই টেস্ট চলাকালীন সাকিব আল হাসানের ফিটনেস নিয়ে উঠেছিল প্রশ্ন। এমনকি টেস্ট শেষে নির্বাচক হান্নান সরকারও জানিয়েছিলেন, বল করার সময় আঙুলে চোট পেয়ে ব্যথা অনুভব করেছেন এই অলরাউন্ডার। এমনকি সাকিবকে নাকি রাখা হয়েছে পর্যবেক্ষণেও। তবে কানপুরে গিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন, দলের সাকিবকে নিয়ে কোন শঙ্কা নেই।

চেন্নাই টেস্টে ব্যাটে রান পেলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন সাকিব। প্রথম ইনিংসে ৩২ রান করে রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হন তিনি, দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে করেন ২৫ রান। তবে সব ছাপিয়ে বেশী আলোচনা হয় তার বোলিং নিয়ে। ক্রিকফ্রেঞ্জি

কারণ চেন্নাইতে বল হাতে সক্রিয় দেখা যায়নি সাকিবকে। দুই ইনিংস মিলিয়ে ২১ ওভার বল করে উইকেট শূন্য ছিলেন তিনি। সাকিব খেলার মতন ফিট আছেন কিনা এই নিয়ে শুরু হয় প্রশ্ন। ধারাভাষ্যকার মুরালি কার্তিক সাকিবের আঙুলের চোটের খবর দিয়ে আলোচনা উস্কে দেন।

যদিও বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানায়, সাকিব শতভাগ ফিট হয়েই খেলতে নেমেছেন। চেন্নাই টেস্টের পর গণমাধ্যমকে হান্নান বলেন, 'কিছু ছোট ছোট ব্যাপার থাকে, যে আঙুলটায় অসুবিধা হয়েছিল, সেটা ম্যাচের আগে সে ফিল করতে পারেনি। বোলিং করা শুরু করার পর ফিল করেছে। সেই আঙুলে আবার বল লেগেছে। সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে।

বুধবার দলের অনুশীলন শেষে গণমাধ্যমে হাথুরুসিংহে জানান, সাকিবের চোটের ব্যাপারে তিনি অবগত না। এই খেলোয়াড় পুরোপুরি ফিট আছেন বলেই তিনি নিশ্চিত হয়েছেন, ‘সাকিবের চোটের ব্যাপারে অফিশিয়ালি আমার কিছু জানা নেই। সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা কারও কাছ থেকে এ বিষয়ে কিছু শুনিনি।

২৭ সেপ্টেম্বর কানুপুরে শুরু হতে যাওয়া টেস্টের উইকেট স্পিন সহায়ক হতে পারে বলে শোনা যাচ্ছে। সেরকম হলে ম্যাচে সাকিবের থাকবে বড় ভূমিকা। টেস্ট সিরিজ শেষে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়