শিরোনাম
◈ বিএসএফ সদস্যকে আটক করলো বিজিবি (ভিডিও) ◈ ভাড়া দেখাচ্ছে ৩০ হাজার টাকা কিন্তু থাকে ৩ লাখ টাকার বাসায় : ফোনালাপ ফাঁস ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ ◈ যৌথবাহিনীর অভিযান চলাকালে ডাকাতের হামলায় সেনা কর্মকর্তা নিহত, আটক ৩ ◈ শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়ের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগাতে চায় বাংলাদেশের মেয়েরা ◈ নিউ ইয়র্কে তৌহিদ-জয়শঙ্কর বৈঠক, স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক এগিয়ে নিতে একমত ◈ যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেটে সাইফউদ্দিনের দুর্দান্ত পারফরমেন্স, আটলান্টার বড় জয় ◈ সঞ্জয় মাঞ্জরেকার কানপুর টেস্টে বাংলাদেশ একাদশে তাইজুলকে চান  ◈ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ও নির্বাচন প্রসঙ্গে যা বললেন সেনাপ্রধান

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩০ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ০২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়ের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগাতে চায় বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক: কদিন আগেই শ্রীলঙ্কার মাটিতে সীমিত ওভারের সিরিজ খেলেছে বাংলাদেশ নারী এ’ দল। নামে এ’ দল আদতে বাংলাদেশ জাতীয় দলের নারী ক্রিকেটাররাই খেলেছেন এই সিরিজে। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এই প্রস্তুতির সুযোগ করে দেয়া হয়েছিল বাংলাদেশের মেয়েদের।

শ্রীলঙ্কা নারী এ’ দলের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচের সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ দল। এমন পারফরম্যান্স বিশ্বকাপে কাজে লাগবে বলে মনে করেন বাংলাদেশ নারী দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তার। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরটি বাংলাদেশেই হওয়ার কথা ছিল। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের পরিস্থিতির কথা ভেবে টুর্নামেন্টটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দেশের মাটিতে বিশ্বকাপ না খেলতে পারলেও বড় প্রত্যাশা নিয়েই সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ। ক্রিকফ্রেঞ্জি

প্রত্যাশার কথা জানিয়ে নাহিদা বলেছেন, আলহামদুলিল্লাহ, আমরা শ্রীলঙ্কাতে পাঁচটা ম্যাচ খেলতে পেরেছি। আমরা বলব যে আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটাররা খুব ভালো ছন্দে আছে, বোলাররাও ছন্দে আছে। আশা করছি মেইন ম্যাচে কাজে লাগাতে পারব। অবশ্যই (ভালো কিছুর) প্রত্যাশা করছি আমরা চেষ্টা করব ম্যাচ জেতার জন্য, আমরা জেতার জন্যই যাবো।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচই খেলতে হবে দিবারাত্রির। ফলে এই বিশ্ব আসরের আগে নিজেদের মানিয়ে নিতে ফ্ল্যাডলাইটের আলোতেও বাংলাদেশের মেয়েদের অনুশীলনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাহিদা আশাবাদী ভালো প্রস্তুতি নিয়েই বিশ্বকাপে যেতে পারবেন তারা।

এই টাইগ্রেস স্পিনারের ভাষ্য, পরিবর্তন এটা নিয়ে আমাদের কথা হয়েছে ম্যানেজমেন্টের সাথে, আমরা খেলোয়াড়রা কথা বলেছি । আমাদের কোন কোন জায়গায় আরও উন্নতি করতে হবে সেটা নিয়ে কাজ করছি। আশা করছি ফ্লাডলাইটে অনুশীলন আছে আমাদের, চেষ্টা করব যাতে আমরা সেটা মেইন ম্যাচে কাজে লাগাতে পারি।

দেশের মাটিতে বিশ্বকাপে খেলতে না পেরে কিছুটা আক্ষেপে পুরছেন নাহিদা। তবে এটা নিয়ে ভেবে সময় নষ্ট করতে চান না বাংলাদেশের ক্রিকেটাররা। এর আগেও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে তাদের। সেটাই কাজে লাগানোর লক্ষ্য নাহিদাদের।

তিনি বলেন, আসলে এটা তো আমাদের নিয়ন্ত্রণে ছিল না। আমরা তো আশা করেছিলাম আমাদের দেশেই বিশ্বকাপটা যেন হয় এটা সব খেলোয়াড়েরাই চায়। আপনারা অবশ্যই চান এটা আমাদের দেশে হোক। এখন যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, চলে গেছে। আমরা চেষ্টা করব...এর আগে আবু ধাবিতে আমরা ম্যাচ খেলেছি। আমি যতটুকু জানি ওখানকার উইকেট একই রকম হয়। আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়