শিরোনাম
◈ নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার ◈ শেয়ারবাজারে এক সপ্তাহে মূলধন কমেছে ২২ হাজার কোটি টাকা ◈ মধ্যরাতে ঢাবিতে ধর্ষণবিরোধী মঞ্চের ঘোষণা, উত্থাপিত হয়েছে ২ দফা দাবি (ভিডিও) ◈ অক্সিলারি ফোর্স কী? হঠাৎ ঢাকায় কেন এই ফোর্স নিয়োগ দিচ্ছে পুলিশ? ◈ আগামী ২০ এপ্রিল বাংলাদেশে-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট ◈ ঈদে ৯ দিন ছুটি মিলবে যেভাবে  ◈ ৪ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজড করার নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ অবৈধ সম্পদ জব্দ করতে অন্তর্বর্তী সরকারকে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জাতিসংঘের ◈ ইজিবাইক চুরির অপবাদে যুবদলকর্মীর হাত-পা ভেঙে দিলেন আওয়ামী লীগ নেতা ◈ বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রাজনাথ সিং

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৩৪ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানের বিরুদ্ধে হোয়াইটওয়াশ এড়ালো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: আবারও ব্যাটে ঝড় তুললেন রহমানউল্লাহ গুরবাজ। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ফিরে যান এই ওপেনার। তবে আফগানদের আর কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারলেন না। ফলে নিয়ন্ত্রিত বোলিংয়ের পর এইডেন মার্করামের হাফ সেঞ্চুরিতে সহজেই ম্যাচ জিতল সাউথ আফ্রিকা। একইসঙ্গে সিরিজ হোয়াইটওয়াশ হওয়া থেকে বেঁচে গেল দলটি। সাত উইকেটের জয়ে প্রোটিয়ারা সিরিজ শেষ করল ২-১ ব্যবধানে হেরে।

শারজাহতে রবিবার ১৭০ রানের লক্ষ্য ১০২ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে সাউথ আফ্রিকা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ রানের উদ্বোধনী জুটি গড়েন টেম্বা বাভুমা ও টনি ডি জর্জি। দুজনের কেউই ইনিংস বড় করতে পারেননি। ডি জর্জি ৩১ বলে করেন ২৬, বাভুমার ব্যাটে ২৮ বলে আসে ২২ রান। -ক্রিকফ্রেঞ্জি

তিনে নেমে রিজা হেনড্রিকসের ব্যাটে আসে ১৮ রান। তারপর ট্রিস্টান স্টাবসের সঙ্গে ৯০ রানের হার না মানা জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মার্করাম। ৪২ বলে ২৬ রানে অপরাজিত থাকেন স্টাবস। চারটি চার এবং তিনটি ছক্কায় ৬৭ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেন মার্করাম। আফগানদের হয়ে একটি করে উইকেট নেন মোহাম্মদ গজনফর, মোহাম্মদ নবি এবং ফরিদ আহমেদ।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে আফগানরা। এ দিন দলটির প্রথম আট ব্যাটারের মধ্যে ১০ এর বেশি রান করতে পারেন কেবল গুরবাজ। ১১ রানের জন্য টানা দ্বিতীয় সেঞ্চুরি পাননি এই ওপেনার। ৯৪ বলে সাতটি চার এবং চারটি ছক্কায় করেন ৮৯ রান।

সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে ফেরা গুরবাজ হারা ম্যাচেও হন ম্যাচসেরা। একইসঙ্গে টানা দুই হাফ সেঞ্চুরিতে করা ১৯৪ রান করে সিরিজ সেরাও হন তিনি। আফগানদের ৩৪ ওভারে অল আউট করে দিতে দুটি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি, আন্দিলে ফেহলুকায়ো ও নাবাইয়োমজি পিটার।

রহমাত শাহ, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবিরা এ দিন কিছুই করতে পারেননি। সতীর্থদের আসা-যাওয়ার মাঝেও এক প্রান্তে অবিচল ছিলেন গুরবাজ। ৪৭ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। কিন্তু ফেহলুকায়োকে বেরিয়ে এসে খেলে ডিপ কাভারে ক্যাচ দিয়ে ফিরে যেতে হয় তাকে।

শেষদিকে ৯ নম্বরে নামা গজনফরের ১৫ বলে অপরাজিত ৩১ রানের ঝড়ো ক্যামিওতে দেড়শ রানের গ-ি পেরিয়ে যায় আফগানরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়