শিরোনাম
◈ শিবির ও জামায়াতকে ডিহিউম্যানাটাইজ করে ফেলা হয়েছে : হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ তৃণমূল নেত্রী রাজন্যার হাত ধরে পর্দায় আরজি কর কাণ্ড ! ◈ শ্রমিকদের ১৮ দাবি মেনে নিলো মালিকপক্ষ, কাল থেকে সব কারখানা খোলা ◈ দেড় বছর পর জাতীয় নির্বাচন, যা বলছে বিএনপি-জামায়াত ◈ প্রবাসীরা বিমানবন্দরে ভিআইপি সার্ভিস পাবেন :  ড. আসিফ নজরুল ◈ শর্টগানের গুলির চিহ্ন মিলেছে আবু সাঈদের শরীরে  ◈ দেশের এই পরিস্থিতির জন্য যে ৫ নেতাকে দুষলেন সালমান এফ রহমান ◈ কেন নিউইয়র্কে ইউনূস-মোদি বৈঠক হলো না, জানাল ভারত ◈ যৌথবাহিনীর অভিযানে ফেনীতে যুবদলের দুই কর্মী গ্রেপ্তার ◈ লোক দেখানো কাজ করে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়: উপদেষ্টা হাসান আরিফ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৩০ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিয়ারিয়ালকে ৫-১ গোলে হারালো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: অপ্রতিরোধ্য গতিতে স্প্যানিশ লা লিগায় এগিয়ে চলেছে টিম বার্সেলোনা। তবে বেকায়দায় পড়েছিলো উয়েফা চ্যাম্পিয়নস লিগের সবশেষ ম্যাচে মোনাকোর বিপক্ষে হারে। হতাশা নিয়ে বার্সাকে ফিরতে হয়। তবে লা লিগায় যথারীতি নিজেদের বিধ্বংসী রূপে মেলে ধরলো বার্সেলোনা। এবার তাদের আগুনে পুড়লো ভিয়ারিয়াল। রবার্ট লেভানদোভস্কি ও রাফিনহার জোড়া গোলে ৫-১ গোলের বড় জয়ে শীর্ষস্থান মজবুত করলো হান্সি ফ্লিকের দল।

রোববার (২২ সেপ্টেম্বর) নিজেদের ডেরায় বার্সেলোনাকে আতিথ্য জানায় ভিয়ারিয়াল। ম্যাচের শুরু থেকেই বল নিজদের দখলে রেখে আক্রমণের পসরা সাজায় বার্সেলোনা। যদিও ম্যাচের ৮ মিনিটে প্রথম সহজ সুযোগ পায় স্বাগতিকরা। বাম দিক থেকে সতীর্থের ক্রসে বক্সে হেড লক্ষ্যে রাখতে পারেননি ফরোয়ার্ড নিকোলাস পেপে। দুই মিনিট পর ইয়েরেমি পিনো বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।

ম্যাচের ২০তম মিনিটে গোলের অপেক্ষা ফুরায় বার্সেলোনার। পাবলো তোরে দারুণ থ্রু বল বাড়ান বক্সে, প্রথম স্পর্শে ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি। আট মিনিট পর আরেকটি গোল পেতে পারতেন তিনি। এবার কাছ থেকে তার প্রচেষ্টা ঠেকিয়ে দেন গোলরক্ষক।

৩৫তম মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যান লেভানদোভস্কি। ইয়ামালের ক্রসে দূরের পোস্টে এরিক গার্সিয়ার হেড গোলরক্ষক ঠেকানোর পর কাছ থেকে ওভারহেড কিকে জালে পাঠান এই পোলিশ স্ট্রাইকার। দুই মিনিট পর ব্যবধান কমায় ভিয়ারেয়াল। রক্ষণ অনেকটাই উন্মুক্ত হয়ে পড়েছিল বার্সেলোনার। বক্সে পেপের পাসে ঠিকানা খুঁজে নেন পেরেস। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালান ক্লাবটি।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে পেদ্রির পাসে বক্সের বাইরে থেকে শট নিয়ে দারুণ এক গোল করেন পাবলো। ৬৪তম মিনিটে ইয়ামাল ভিয়ারিয়ালের বক্সে ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। কিন্তু স্পট কিকে বল পোস্টে মারেন লেভানদোভস্কি।

এরপর ম্যাচের আলো কেড়ে নেন রাফিনহা। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড পাউ ভিক্তোরের পাস থেকে ৭৪ মিনিটে দেখা পান নিজের প্রথম গোলের। এর ৯ মিনিট পর লামিন ইয়ামালের থ্রু বল ধরে ভিয়ারিয়ালের কফিনে শেষ পেরেকটি মারেন তিনি।

৬ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। অন্যদিকে মৌসুমের প্রথম হারের স্বাদ পেয়ে ১১ পয়েন্ট পাঁচে আছে ভিয়ারিয়াল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়