শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২৮ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ গোলে থাইল্যান্ডকে হারিয়ে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক: চব্বিশ দলের অংশগ্রহণে উজবেকিস্তানে চলমান ফিফা ফুটসাল বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। এবারের আসরে আর্জেন্টিনা আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে। ব্রাজিল গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ১০-০ গোলে কিউবা, দ্বিতীয় ম্যাচে শক্তিশালীয় ক্রোয়েশিয়াকে ৮-১ গোলে পরাজিত করে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে তারা থাইল্যান্ডকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছে। সব মিলিয়ে গ্রুপ পর্বে তারা ২৭ গোলের বিপরীতে খেয়েছে ২ গোল। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচটিতে তারা ৯-১ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে। ব্রাজিলের হয়ে তিন গোল করেন মার্সেল, জোড়া গোল করেন পিটো এবং একটি করে গোল করেন ফেলিপ ভালেরিও, ফেরাও। আর একটি গোল আসে আত্মঘাতি থেকে। অন্যদিকে থাইল্যান্ডের একমাত্র গোলটি করেন মোহাম্মদ ওসমান মুসা।

ম্যাচের প্রথমার্ধেই ব্রাজিল ৩-১ গোলে এগিয়ে ছিল। ৬ষ্ঠ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন মার্সেল। এরপর ১১ ও ২০ মিনিটে গোল করে দলের লিড বাড়ান ফেলিপ ভালেরিও ও মার্সেল। এ সময় মোহাম্মদ ওসমান মুসার কল্যাণে এক গোল শোধ করে থাইল্যান্ড। 

বিরতি থেকে ফিরে দুই মিনিটের মাঝে দুটি গোল করেন পিটো ও মারলন। দলের ষষ্ঠ গোল আসে আত্মঘাতী থেকে। ৭ম থেকে ৯ম গোল করেন যথাক্রমে পিটো, মার্সেল ও ফেরাও। 

এই জয়ে গ্রুপ ‘বি’ থেকে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠলো ব্রাজিল ফুটসাল ফুটবল দল। ম্যাচে হারলেও শেষ ষোলো নিশ্চিত হয়েছে থাইল্যান্ডের। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে তাদের ঝুলিতে ৬ পয়েন্ট। 
২৪ দলের এই আসরে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দল জায়গা পাবে শেষ ষোলোতে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। প্রসঙ্গত, ফুটসাল বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ বার শিরোপা জিতেছে ব্রাজিল। সবশেষ তারা শিরোপা ঘরে তুলেছিল ২০১২ সালে। ৯ম আসরে তারা তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়