শিরোনাম
◈ লিটন দাস আউট হওয়ায় তামিমের কাছে ব্যাখ্যা চাইলেন হার্শা ভোগলে ও কার্তিক ◈ ঢাবিতে হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনই ছাত্রলীগের আটক ছয়জনের মধ্যে ! ◈ ভারতের মণিপুরে প্রতিবেশী দেশ থেকে ঢুকে পড়েছে ৯০০ যোদ্ধা, জানালেন কুলদীপ সিং ◈ ভারতে ‘উদ্বাস্তু’ শেখ হাসিনা, হস্তান্তর নিয়ে নানা মত ! ◈ শাহজালাল বিমানবন্দরসহ আশপাশ হর্ন মুক্ত ‘নীরব এলাকা’ ঘোষণা ◈ ঢাবিতে তোফাজ্জল হত্যার দায় স্বীকার ৬ শিক্ষার্থীর ◈ জাতিসংঘে বাংলাদেশের গণঅভ্যুত্থানের বীরত্বাগাথা তুলে ধরবেন ড. ইউনূস ◈ ট্রাম্পের নির্বাচনী সমাবেশে মডেল আভা লুইস পরনের টপ তুলে বক্ষযুগল প্রদর্শন ! ◈ ১৪৯ রানে গুটিয়ে গেলো বাংলাদেশের প্রথম ইনিংস, ৩০৮ রানে এগিয়ে ভারত ◈ সন্ত্রাসী আস্তানার সন্ধান বান্দরবানের দুর্গম পাহাড়ে, অস্ত্র-ড্রোন উদ্ধার

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৩৬ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন হেলমেটের ফিতা কামড়ান সাকিব, যে ব্যাখ্যা দিলেন তামিম

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৩৬ রানেই টপ অর্ডারের ৪ ব্যাটসম্যান হারায় সফরকারীরা। বিপর্যয়ে দলের হাল ধরতে ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান। উইকেটে আসতে না আসতেই আরও একটা উইকেট হারানোর সাক্ষী হন বাংলাদেশি অলরাউন্ডার।

স্কোরবোর্ডে তখন ৫ উইকেটে ৪০ রান। মাথার ওপর পাহাড়সম চাপ। ষষ্ঠ উইকেট জুটিতে লিটন দাসকে সঙ্গে নিয়ে বিপর্যয় এড়ানোর চেষ্টা চালাতে থাকেন সাকিব। এমন সময়  টিভি ক্যামেরায় ধরা পড়ে অদ্ভুত এক দৃশ্য। স্ট্রাইকপ্রান্তে থাকা অবস্থাতেও হেলমেটের ফিতা কামড়াচ্ছেন সাকিব!

এমন দৃশ্য মুহূর্তেই আলোচনায় চলে আসে। ব্যাটিংয়ের সময় হেলমেটের ফিতা কামড়ানোকে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তবে টেস্টের ধারাভাষ্য কক্ষে থাকা তামিম ইকবাল জানালেন ভিন্ন কারণ। সাবেক বাংলাদেশি ওপেনার জানিয়েছেন, খেলার সময় মাথার পজিশন ঠিক রাখতেই এভাবে হেলমেটের ফিতা কামড়িয়েছেন সাকিব!

সাকিবের ফিতা কামড়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই অনেকে জানিয়েছেন, এটা নিছক অভ্যাসের মতো। কেউ কেউ অবশ্য দাবি করেছেন, চাপে পড়লে এভাবে ফিতা কামড়ান বাংলাদেশি অলরাউন্ডার।

তবে ধারাভাষ্যের দায়িত্বে থাকা দীনেশ কার্তিক সাকিবের রহস্যময় এ আচরণের কারণ জানতে চান তামিম ইকবালের কাছে। এ সময় তামিম জানান, মাথার অবস্থান ঠিক রাখার জন্য সাকিব এটা করেন। বাংলাদেশি ওপেনারের ভাষায়, ‘খেলার সময় মাথাটা যেন লেগ সাইডে বেশি না সরে, তা নিশ্চিত করতে এটাই সাকিবের উপায়।’

এটাকে অনেকটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে তামিম আরও জানান, হেলমেটের ফিতাকে একটা সতর্কবার্তা হিসেবে দেখেন সাকিব। মাথা কাত হলে ফিতা থেকে সেটা বুঝতে পারেন সাকিব। এরপর নিজের অবস্থান ঠিক করতে এ পদ্ধতির আশ্রয় নেন বলে জানিয়েছেন তামিম।

সতর্কতা নিয়ে ব্যাটিং করেও ইনিংস খুব বেশি লম্বা করতে পারেননি সাকিব। ইনিংসের ৩১তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে সুইপ করতে গিয়ে ঋষভ পন্তের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরত যান বাংলাদেশি অলরাউন্ডার (৬৪ বলে ৩২ রান)।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়