শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৯ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত ও পাকিস্তান নিয়ে অসহায় আইসিসি

স্পোর্টস ডেস্ক: এবার আইসিসির ইভেন্ট চ্যাম্পিয়নস ট্রফি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত সেই টুর্নামেন্টে খেলতে পাকিস্তানে যেতে রাজি নয়। আইসিসি যদিও এখন পর্যন্ত পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফি সরানোর কথা ভাবছে না।

১৯৯৬ সালের বিশ্বকাপের পর থেকে কোনও আইসিসি প্রতিযোগিতা পাকিস্তানে হয়নি। তাই চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিশেষভাবে উদগ্রীব। ভারতের জন্য বিশেষ ব্যবস্থা করতেও তৈরি পিসিবি। কিন্তু ভারত যদি সে দেশে খেলতে না যায় তা হলে প্রতিযোগিতা অন্য দেশে সরিয়ে দেয়ার কথা শোনা যাচ্ছিল। স্বাভাবিক ভাবেই যা মানতে নারাজ পিসিবি।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, আইসিসি কিছু দিনের মধ্যেই পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনায় বসবে। পাকিস্তান বোর্ডের তরফে যে সূচি প্রস্তাব করা হয়েছে, সেখানে ভারতের সব ম্যাচ লাহোরে রাখা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার ভারতের ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে রাজি হবে কি না তা স্পষ্ট নয়। 

আইসিসির প্রধান কার্যনির্বাহী জিয়ফ অ্যালার্ডিস বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডকে টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে। সেই প্রতিযোগিতা অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার মতো কোনও তথ্য আমাদের কাছে নেই।
গত বছর এশিয়া কাপ আয়োজন করার কথা ছিল পাকিস্তানের। কিন্তু দেশটিতে গিয়ে খেলার ছাড়পত্র পায়নি ভারতীয় ক্রিকেট দল। সেই জন্য ভারতের ম্যাচগুলো হয়েছিল শ্রীলঙ্কায়। ফাইনালও হয় দ্বীপরাষ্ট্রে। পাকিস্তান আয়োজক হলেও বেশির ভাগ ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়। কিন্তু একই বছর ভারত ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল। সেই প্রতিযোগিতা খেলতে ভারতে এসেছিলেন বাবর আজমরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়