শিরোনাম
◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত ◈ ম্যাজিস্ট্রেসি পাওয়ার: সেনা কর্মকর্তাদের ডিসির কাছে জবাবদিহি করতে হবে 

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৭ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়েদের বিশ্বকাপে প্রাইজমানি বাড়লো, চ্যাম্পিয়ন দল পাবে ২৮ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতকি ক্রিকেটের শাসক সংস্থা আইসিসি ক্রিকেটে নারী-পুরুষ বৈষম্য দূর করতে বেশ কিছুদিন ধরেই কাজ করছে। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে ছেলেরা যেসব সুবিধা পেয়ে থাকেন মেয়েরাও যেন সেই সুবিধাই পান সেজন্য কাজ করছে ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।

এবার সেই পরিকল্পনার অংশ হিসেবে নতুন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরুষদের সমান প্রাইজমানি দেয়া হবে নারী দলগুলোকে। গত জুলাইতেই আইসিসির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ক্রিকফ্রেঞ্জি

যদিও আইসিসির পক্ষ থেকে সম্প্রতি এই সিদ্ধান্তের কথা প্রকাশ করা হয়েছে। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরের চ্যাম্পিয়ন দল পাবে ২.৩৪ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৮ কোটি টাকা। এর আগে ২০২৩ সালে নারীদের টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল ১ মিলিয়ন ডলার পুরষ্কার পেয়েছিল।

শতাংশের হিসেবে সেই অর্থ বেড়েছে ১৩৪ গুণ। এদিকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স আপ দল পাবে ১.১৭ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৪ কোটি টাকা। আগে যা ছিল মাত্র ৫ লাখ ডলার। পুরো টুর্নামেন্ট জুড়ে পুরষ্কারের পেছনে আইসিসির ব্যয় হবে মোট ৭.৯৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৯৫ কোটি টাকা।

যা আগের তুলনায় ২২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের আসরে ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার বা ২৯ কোটি টাকার পুরষ্কার তুলে দেয়া হয়েছিল দলগুলোর হাতে। আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে ২০৩২ সালের মধ্যে মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিতে চায় তারা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বৃদ্ধি সেই পরিকল্পনারই অংশ। অবশ্য ছেলেদের ২০২৪ বিশ্বকাপে দলের সংখ্যা ছিল ২০। ফলে সেখানে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে বেশি অর্থ খরচ হয়েছে আইসিসির। মেয়েদের বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্য ৩১ হাজার ১৫৪ ডলার বা প্রায় ৩৭ লাখ টাকা দেয়া হবে।

যে ছয় দল সেমিফাইনালে খেলতে পারবে না। তাদের মধ্যে অবস্থান অনুযায়ী ১.৩৫ মিলিয়ন ডলার বা প্রায় ১৬ কোটি টাকা ভাগ করে দেয়া হবে। বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর মধ্যে কেউ কোনো ম্যাচ জিততে না পারলেও প্রায় ২ কোটি টাকা পেতে পারে আইসিসির বন্টন অনুযায়ী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়