শিরোনাম
◈ কত টাকা বেতন পাবেন এমপিওভুক্ত দেড় হাজার এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা? ◈ জুলাই গণহত্যার মামলা আইসিসিতে পাঠানোর পরামর্শ টবি ক্যাডম্যানের ◈ কারা থাকছেন এমপিদের ‘ন্যাম ভবনে’  ◈ এএসপি পদে পদোন্নতি পেলেন ১৪ পুলিশ পরিদর্শক ◈ স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ◈ ইরান একের পর এক নতুন অস্ত্র প্রদর্শন করছে , নিচ্ছে কঠোর প্রস্তুতি ◈ ট্রাম্পের ‘লাস্ট ওয়ার্নিং’ এর তীব্র প্রতিক্রিয়ায় যা বলল হামাস! ◈ ফেব্রুয়ারিতে রেমিট্যান্স সবচেয়ে বেশি এসেছে যেসব দেশ থেকে, যা জানাগেল ◈ এনআইডি সেবা নিয়ে দোটানায় সরকার ◈ যে কারণে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বদরুদ্দীন উমর

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৩ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ দুই শ্রীলঙ্কান

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার দুনিথ ওয়েলালাগে আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন। দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ ও ওয়েস্ট ইন্ডিজের জেডন সিলসকে পেছনে ফেলে সেরা হলেন লঙ্কান তরুণ এই ক্রিকেটার। 

মেয়েদের বিভাগেও মাস সেরা আরেক শ্রীলঙ্কান। আগস্টের সেরার পুরস্কার জিতেছেন হারশিথা মাদাভি। গত মাসের পারফরম্যান্সের উপর ভিত্তি করে  বিজয়ীদের নাম ঘোষণা করে আইসিসি।

ছেলেদের বিভাগে দ্বিতীয় লঙ্কান হিসেবে এই পুরস্কার জিতলেন উঠতি তারকা ওয়েলালাগে। গত মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৭ উইকেট নেন এই লেগ স্পিন অলরাউন্ডার। এই ২১ বছর বয়সীর অসাধারণ নৈপুণ্যেই ১৯৯৭ সালের পর প্রথমবার ভারতকে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে হারায় শ্রীলঙ্কা।

টপ অর্ডার ব্যাটার হারশিথা নারী বিভাগে পেছনে ফেলেছেন আয়ারল্যান্ডের ওর্লা প্রেন্ডারগাস্ট ও গ্যাবি লুইসকে। মেয়েদের বিভাগে এ নিয়ে গত চার মাসে তিনবারই এই পুরস্কার জিতলেন লঙ্কানরা। গত মে ও জুলাই মাসে এই পুরস্কার জেতেন চামারি আথাপাথথু।

প অর্ডার ব্যাটার হারশিথা নারী বিভাগে পেছনে ফেলেছেন আয়ারল্যান্ডের ওর্লা প্রেন্ডারগাস্ট ও গ্যাবি লুইসকে। মেয়েদের বিভাগে এ নিয়ে গত চার মাসে তিনবারই এই পুরস্কার জিতলেন লঙ্কানরা। গত মে ও জুলাই মাসে এই পুরস্কার জেতেন চামারি আথাপাথথু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়