শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৪ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫৫ বছর পর লিভারপুলকে হারালো নটিংহ্যাম ফরেস্ট

স্পোর্টস ডেস্ক: অবশেষে লিভারপুলের বিরুদ্ধে জয়ের খড়া কাটলো নটিংহ্যাম ফরেস্টের। তবে সময় লেগেছে ৫৫ বছর। শেষবার ১৯৬৯ সালে তারা অ্যানফিল্ডে স্বাগতিকদের বিপক্ষে জয় পেয়েছিলো। শনিবার (১৪ সেপ্টেম্বর) প্রিমিয়ার লিগের ম্যাচে তারা লিভারপুলকে হারায় ১-০ গোলে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ভঙ্গিতে খেলতে থাকলেও গোল করতে পারছিলো না স্বাগতিকরা। একাধিক সুযোগ তৈরি হলেও সেগুলো লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় সালাহ, লুইস দিয়াস, দারউইন নুনেসরা। প্রথমার্ধে কেউই গোল না করতে পারায় গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচের প্রথম ভাগ।

বিরতির পরেও একই ভুল করতে থাকে আর্না স্লটের শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ পান সালাহ। দুরূহ কোণ থেকে লিভারপুলের অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। ম্যাচের ৭২তম মিনিটে নটিংহ্যামের ইংলিশ উইঙ্গার ক্যালাম হাডসনের গোলে লিড পায় তারা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।

চলতি মৌসুমে এই প্রথম গোল হজম করল লিভারপুল। টানা তিন জয়ের পর পেলো প্রথম হারের তেতো স্বাদ। অন্য দিকে নটিংহ্যাম পেল আসরে প্রথম জয়। ম্যাচে প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রাখা লিভারপুল গোলের জন্য ১৪ শট নেয়, এর পাঁচটি ছিল। নটিংহ্যাম পাঁচ শটের তিনটি রাখে।

উল্লেখ্য, ৪ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে লিভারপুল। সমান সংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে নটিংহ্যাম ফরেস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়