শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৪ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫৫ বছর পর লিভারপুলকে হারালো নটিংহ্যাম ফরেস্ট

স্পোর্টস ডেস্ক: অবশেষে লিভারপুলের বিরুদ্ধে জয়ের খড়া কাটলো নটিংহ্যাম ফরেস্টের। তবে সময় লেগেছে ৫৫ বছর। শেষবার ১৯৬৯ সালে তারা অ্যানফিল্ডে স্বাগতিকদের বিপক্ষে জয় পেয়েছিলো। শনিবার (১৪ সেপ্টেম্বর) প্রিমিয়ার লিগের ম্যাচে তারা লিভারপুলকে হারায় ১-০ গোলে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ভঙ্গিতে খেলতে থাকলেও গোল করতে পারছিলো না স্বাগতিকরা। একাধিক সুযোগ তৈরি হলেও সেগুলো লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় সালাহ, লুইস দিয়াস, দারউইন নুনেসরা। প্রথমার্ধে কেউই গোল না করতে পারায় গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচের প্রথম ভাগ।

বিরতির পরেও একই ভুল করতে থাকে আর্না স্লটের শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ পান সালাহ। দুরূহ কোণ থেকে লিভারপুলের অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। ম্যাচের ৭২তম মিনিটে নটিংহ্যামের ইংলিশ উইঙ্গার ক্যালাম হাডসনের গোলে লিড পায় তারা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।

চলতি মৌসুমে এই প্রথম গোল হজম করল লিভারপুল। টানা তিন জয়ের পর পেলো প্রথম হারের তেতো স্বাদ। অন্য দিকে নটিংহ্যাম পেল আসরে প্রথম জয়। ম্যাচে প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রাখা লিভারপুল গোলের জন্য ১৪ শট নেয়, এর পাঁচটি ছিল। নটিংহ্যাম পাঁচ শটের তিনটি রাখে।

উল্লেখ্য, ৪ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে লিভারপুল। সমান সংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে নটিংহ্যাম ফরেস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়