শিরোনাম
◈ কত টাকা বেতন পাবেন এমপিওভুক্ত দেড় হাজার এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা? ◈ জুলাই গণহত্যার মামলা আইসিসিতে পাঠানোর পরামর্শ টবি ক্যাডম্যানের ◈ কারা থাকছেন এমপিদের ‘ন্যাম ভবনে’  ◈ এএসপি পদে পদোন্নতি পেলেন ১৪ পুলিশ পরিদর্শক ◈ স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ◈ ইরান একের পর এক নতুন অস্ত্র প্রদর্শন করছে , নিচ্ছে কঠোর প্রস্তুতি ◈ ট্রাম্পের ‘লাস্ট ওয়ার্নিং’ এর তীব্র প্রতিক্রিয়ায় যা বলল হামাস! ◈ ফেব্রুয়ারিতে রেমিট্যান্স সবচেয়ে বেশি এসেছে যেসব দেশ থেকে, যা জানাগেল ◈ এনআইডি সেবা নিয়ে দোটানায় সরকার ◈ যে কারণে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বদরুদ্দীন উমর

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:০৩ বিকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের মাটিতে ভারত হারানো বাংলাদেশের জন্য অসম্ভব:দীনেশ কার্তিক

স্পোর্টস ডেস্ক: কাগজে-কলমে পিছিয়ে থাকলেও পাকিস্তান সফরে সবাইকে চমকে দিয়েছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে বাংলাদেশকে খুব বেশি মানুষ এগিয়ে না রাখলেও ব্যাটে-বলের দারুণ পারফরম্যান্সে পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করেছেন নাজমুল হোসেন শান্তরা। তবে ভারত সফরে বাংলাদেশ এমন কিছু করতে পারবে কিংবা রোহিত শর্মাদের বিপদে ফেলবেন বলে মনে করেন না দীনেশ কার্তিক। -ক্রিকফ্রেঞ্জি

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মুশফিকুর রহিম, লিটন দাস, সাদমান ইসলাম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজদের ব্যাটে ম্যাচে ফেরে বাংলাদেশ। দুই স্পিনার সাকিব আল হাসান ও মিরাজ দ্বিতীয় ইনিংসেবল হাতে চেপে ধরেন বাবর আজম, শান মাসুদদের। তাদের দুজনের কল্যাণে সহজ লক্ষ্য তাড়ায় প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। পরের টেস্ট জয় বাংলাদেশের জন্য আরও বেশি তাৎপর্যপূর্ণ।

মিরাজের ঘূর্ণিতে পাকিস্তানকে তিনশর আগে আটকে দিলেও ব্যাটিংয়ে নেমে মীর হামজা, খুররম শেহজাদের বোলিং তোপে বিপর্যয়ে পড়ে সফরকারীরা। এক পর্যায়ে মাত্র ২৬ রানে ৬ উইকেট হারায় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। সেখান থেকে রেকর্ড জুটিতে বাংলাদেশকে পথ দেখান লিটন দাস ও মিরাজ। লিটন সেঞ্চুরি পেলেও মিরাজকে ফিরতে হয়েছে একশ ছোঁয়ার আগেই। লিড না পেলেও ম্যাচে ফেরে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে নাহিদ রানা ও হাসান মাহমুদের পেস তোপে ভড়কে যায় পাকিস্তানের ব্যাটাররা। শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টেও জয় তুলে নিয়ে সাদা পোশাকের ক্রিকেটে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এমন পারফরম্যান্সের পর দেশের সমর্থকদের ধারণা বাংলাদেশকে খানিকটা সমীহ করবে ভারত। কদিন আগে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও জানিয়েছেন এমনটাই।

যদিও ভারত সফরে বাংলাদেশ এমন কিছু করতে পারবে বলে মনে করেন না কার্তিক। ক্রিকবাজের হেই সিবি নামের অনুষ্ঠানে দর্শকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ভারতকে তাদের মাটিতে হারানো প্রায় অসম্ভব। বরং ভারতের সাবেক ক্রিকেটারের দাবি, বাংলাদেশকে হারাতে খুব বেশি সমস্যা না হবে না রোহিত, বিরাট কোহলিদের।

এ প্রসঙ্গে কার্তিক বলেন, ব্যক্তিগতভাবে আমার মনে হয় না (ভারতকে বাংলাদেশ কঠিন সময় উপহার দেবে)। আমার মতে ভারতকে ভারতের মাটিতে হারানো প্রায় অসম্ভব ব্যাপার। তারা পাকিস্তানকে হারিয়েছে ঠিকই তবে ভারতের জন্য বাংলাদেশকে হারানো খুব বেশি সমস্যা হবে বলে আমার মনে হয় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়