শিরোনাম
◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ ডলারের দর স্থিতিশীল  ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত ◈ ম্যাজিস্ট্রেসি পাওয়ার: সেনা কর্মকর্তাদের ডিসির কাছে জবাবদিহি করতে হবে 

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:১০ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসিসির ঘোষণা, অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জানুয়ারিতে

স্পোর্টস ডেস্ক: এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)  মেয়েদের জন্য বয়সভিত্তিক ক্রিকেটে নতুন টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে)। এখন থেকে প্রতি দুই বছর পরপর হবে উইমেন’স অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে এসিসির বোর্ড সভায় নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। উইমেন’স অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়ান দলগুলোর নিজেদের যাচাই করে নেয়ার মঞ্চ করে দিতেই এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে জয় শাহ বলেন, এশিয়ার ক্রিকেটের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন। নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত একটি মাইলফলক। যা এশিয়ার উদীয়মান ও প্রতিভাবান নারী ক্রিকেটারদের দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের অত্যন্ত দরকারী প্লাটফরম। এই আয়োজন এশিয়ার নারী ক্রিকেটের ভবিষ্যতকে শক্তিশালী করবে। নারীদের জন্য এমন একটি সুদূরপ্রসারী সিদ্ধান্ত নিতে পেরে আমরা গর্বিত।

গত বছর প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে অনুষ্ঠিত হওয়ার পর এশিয়া কাপ নিয়ে ভাবতে শুরু করেছিল এসিসি। উইমেন’স অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপের প্রথম আসর হতে পারে চলতি বছরের ডিসেম্বরে। তবে ভেন্যু এবং কতগুলো দল এতে অংশ নেবে, তা এখনও চূড়ান্ত হয়নি। ২০২৫ সালের জানুয়ারিতে হবে উইমেন’স অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়